Call

আপনি যদি মনে করেন আপনি পারবেন এবং দৃঢ় সংকল্প নিয়ে পড়ালেখায় মনযোগী হন তাহলে আপনি অবশ্যই পারবেন ।অন্যের কথায় কান দিয়ে লাভ নেই।

Talk Doctor Online in Bissoy App
Manik Raj

Call

অন্যেরা কি বলল আর না বলল সেটা দেখার বিষয় না।

তবে,সবসময় নিজের সিদ্ধান্তই যে সঠিক সিদ্ধান্ত

হবে এমনটাও কিন্তু না।

কিছু কিছু ক্ষেত্রে অন্যের নিকট থেকেও উপদেশ

নিয়ে এগোতে হয়। তবে,সব বিষয়েই না।

নিজের বৃদ্ধিতে মরণও ভালো। তবে,বন্ধুরাও কিন্তু তাঁর

আরেক বন্ধুকে অনুগ্র অ্যাডভাইস দেয়না।

অধিকাংশই বন্ধুরা চাই তাঁর আরেক বন্ধু মঙ্গলজনক 

উপদেশেই/ পথ দেখিয়েই দিতে।

(যে পথে কাঁটা নেই সে পথে বিজয়ী অর্জন করার মাধ্যমে

কোনো গৌরবতা নেই)

যথা উদাহরণস্বরুপঃ আপনি যখন কোথাও যাওয়ার জন্য

কোনো রাস্তা দিয়ে আপনি আপনার

যাত্রা শুরু করলেন, হঠাৎ আপনাকে কেউ এসে বললো 

এই রাস্তা দিয়ে যাওয়া তো সহজ কথা না / অনেক দূর।

সো,আপনি যদি সেই ব্যক্তির কথা শুনে দূর্বল হয়ে যান/

ভয় পেয়ে যান/ যাত্রা বন্দ করে দেন তাহলে, 

কি আপনি আপনার আসল গন্তব্যে পৌঁছাতে পারবেন?

কখনও না।


তবে,অন্যান্য দুইটা গ্রুপ থেকে বিজ্ঞান শাখাটা কঠিনেই।

তেমনি করে ভালো করে পড়তে পারলে কিন্তু আবার সহজ।

আশাকরি বুঝবেন এবং আপনি আপনার সঠিক সিদ্ধান্তটাই

নিবেন।



Talk Doctor Online in Bissoy App
Rakib Ahmed

Call

সাইন্স নিয়ে পড়া কঠিন আর ব্যবসায় শিক্ষা ও মানবিক নিয়ে পড়া খুব সহজ এরকম মনোভাব দূর করুন।বড় ভাইদের কাছে জেনে নিয়েন যে ব্যবসায় শিক্ষা আর মানবিকে পড়া সহজ কি না।আপনি নিজেকে প্রশ্ন করুন যে আসলে আপনি কোন বিভাগে পড়তে চান।ভালোভাবে পড়ালেখা করলে সবকিছুই সহজ মনে হবে অন্যথায় কঠিন মনে হবে।

Talk Doctor Online in Bissoy App