আমি একটা মেয়েকে খুব ভালোবাসি,আমার ভালোবাসা একতরফা,মেয়েটা আমাকে অনেক ঘৃনা করে কিন্তু জানিনা তার মনে কি,সে জানে আমি তাকে খুব ভালোবাসি,আমি নামায পড়ে আল্লাহর কাছে সবসময় মেয়েটিকে আমার জীবনসঙ্গিনী হিসেবে পেতে চাই বা সারাজীবনের জন্য আমি তাকে পেতে চাই,প্রায় সময়ই আমি তাকে মোনাজাতে আল্লাহর কাছে চাই,তাহলে আমি কি গুনাগার হচ্ছি,আমি কখনো ওর খারাপ চাইনা,ও আমাকে অনেক ঘৃনা করে,তবুও আমি ওকেই আল্লাহর কাছে চাই,তাহলে আল্লাহ কি আমার উপর রাগান্বিত হচ্ছেন?
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

আল্লাহ কাছে কোন বৈধ জিনিস চাওয়া গুনাহ নয়।

এ হিসেবে বলা যায় আপনার চাওয়া কোন সমস্যা

 নেই। তবে ঐ মেয়ের সাথে আলাপ, দেখা সাক্ষাৎ, 

কথা আদানপ্রদান ইত্যাদি অবশ্যই গুনাহ। সবচে 

ভাল হবে যদি এভাবে বলেন যে, হে আল্লাহ এই 

মেয়েটি যদি আমার জন্য কল্যাণকর হয় তবে 

আমার সাথে বৈবাহিক বন্ধনে আবদ্ধ করুন। অন্যথা

 আমার মন থেকে তাকে দূর করে দিন। কারন 

মেয়েটি আপনার জন্য কল্যাণকর নাও হতে পারে। 

এটা অস্বাভাবিক কিছু নয়। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ