ভাই আমি একটি Computer কিনবো।আমার গেম খেলার জন্য ভাল     একটা  Computer  চাই কিন্তু ভাই আমি Computer সম্পরকে কিছুই জানি না।আমাকে একটু বিস্তারিত বলবেন,এইজল যেমন 4G,intel core ইত্যাদি...


Share with your friends
Call

শুধু আপনাকে জানতে হবে গেমিং এর জন্য কি ধরনের কনফিগারেশন দরকার l পিসি বানানোর সময় যেসব বিষয়ে লক্ষ্য রাখবেন : * Processor : আমরা সবাই মনে করি গেমিং পিসি মানেই core-i7। এটা ঠিক নয়, core i7 একটি গেমিং পিসির চাহিদা চেয়ে অনেক বেশি ক্ষমতাসম্পন্ন। বর্তমান যুগের আধুনিক গেম খেলার জন্য একটি লেটেস্ট core i5 চাহিদা চেয়ে অনেক বেশি পারফর্ম করে। এমনকি core i3 প্রসেসর দিয়ে ভাল মানের গেম খেলা সম্বভ। এমনকি আপনি ডুয়াল কোর প্রসেসর দিয়েই বর্তমান বাজারের প্রায় সব গেম চালাতে পারবেন l তাই প্রসেসর কেনার জন্য আপনাকে ৩০-৩৫ হাজার খরচ না করে ৫-৯ হাজার এ সীমাবদ্ধ থাকাই ভালো l * Ram :অনেকেরই ধারণা যত বেশি তত বেশি পারফমেন্স।কথাটা পুরোপুরি ঠিক নয় । একটি গেম খেলার উপযোগী পিসির র্যাম চাহিদা হয় 4 জিবি থেকে৬ জিবি । কিন্তু এর মানে এই নয় 10-12-16 জিবি রেম ছাড়া গেমিং পিসি হয় না। তবে 4 জিবি ddr4 র্যাম কেনার চেষ্টা করবেন যেটি পেতে পারেন ২৫০০ টাকার ভিতরেই l *Graphics Card : বর্তমানে বাজারে ৩থেকে ৮০ হাজার টাকা দামের গ্রাফিক্স কার্ড আছে l গ্রাফিক্স কার্ড এর কোয়ালিটির শেষ নেই ,যারা মূলত গ্রাফিক্স design অথবা ভিডিও এডিটিং করে তাদের উন্নত গ্রাফিক্স এর চাহিদা বেশি l কতটুকু ঝকঝকে অথবা স্মুথ গ্রাফিক্স চান সেটি নির্ভর করে একান্ত আপনার উপর l ২ জিবি ddr3 গ্রাফিক্স হলেই মোটামুটি সব গেম খেলা যাবে কিন্তু স্মুথ পারফরমেন্স এর জন্য ২ জিবি DDR5 গ্রাফিক্স কেনাই ভালো l সর্বনিন্ম সরে চার থেকে সাত হাজার টাকার মধ্য এধরনের গ্রাফিক্স কার্ড পাওয়া যায় l *মাদারবোর্ড : গেমিং করার জন্য প্রসেসর ও গ্রাফিক্স কার্ড এর উপর ভিত্তি করে সাধারণ মানের mother board দিয়ে গেম খেলা যায় l তবে হ্যা উন্নত মানের প্রসেসর, গ্রাফিক্স কার্ড বা খুব বেশি পরিমান র্যাম এর জন্য ভাল মানের মাদারবোর্ড অবশ্যই দরকার। তবে সারে সাত থেকে সরে আট হাজারেই 6th জেনারেশন প্রসেসর সাপোর্টেড গেমিং মাদারবোর্ড পাবেন l যেমন অসুস এর B150M pro অনন্য : মনিটর ,ইউপিএস ,সাউন্ড বাক্স কেসিং ইত্যাদি সর্বনিন্ম ১২ থেকে ১৫ হাজারেই পাবেন l

Talk Doctor Online in Bissoy App
Robiulkhan

Call

HP Laptop Probook 450 G3 Core i5 15.6" HD 4GB RAM গেম খেলার জন্য এটি কিনুন দাম 52 হাজার টাকা

Talk Doctor Online in Bissoy App
Waruf

Call

যেহেতু গেমের জন্য ভাল পিসি চান তাই ধরে নিচ্ছি আপনার টাকার বাজেটে সমস্যা নাই। আমাকে তাড়াইয়েন না যেন ভাই।

প্রসেসর AMD ryjen5 2600 মূল্য ২১০০০ টাকা।

মাধারবোর্ড আসুস ৫৩০০০ বা গিগাবাইট ৪১০০০ টাকা

গ্রাফিক্স কার্ড ৪৫০০০ বা ৩৬০০০ টাকা

র‍্যাম ডিডিআর৪ ৮ জিবি ডাবল, দাম ১১০০০ এর মত।

কেসিং ১৬০০০ এর মত।

পাওয়ার সাপ্লাই, দাম ২০০০০ এর মত।

মনিটর ৪মিলিসেকেন্ডে ৩২ ইঞ্চি, দাম ৩৫০০০ টাকার মত

গেমিং কিবোর্ড ১৯০০ টাকা,

মাউস ৩৬০০ টাকা 

Talk Doctor Online in Bissoy App