Rahid

Call

ভাই অনেকেই  অনেক রকম কথা বলে ডাঃ জাকির কে নিয়ে।

আমার জানা মতে তিনি আল্লাহ এর হুকুম পালন করেন আর তিনি

কুরআন হাসিদ ও নবী রাসূল এর  অনুসরন হয়ে চলেন।

, তিনি  ইসলাম সম্পর্কে মনগড়া মন্তব্য করেন এই, কথাটা কি ঠিক না। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

ডা. জাকির একজন উচ্চ শিক্ষিত জ্ঞানী ব্যাক্তি, ধর্ম প্রচারক ও বিভিন্ন ধর্মের উপর বিশেষজ্ঞ। এধরনের লোকেদের সমাজে অনেকেই অপছন্দ করেন, অনেকেই তাঁর পান্ডিত্বকে হিংসা করেন কারন তিনি তথ্য ও যুক্তি দিয়ে সবকিছু ব্যাখ্যা করেন যার ফলে ভোগবাদী, ভন্ড, লেবাস ও টাইটেলধারী, ধর্মব্যাবসায়ীদের সাধারন মানুষদের ধর্মের নামে বোকা বানিয়ে প্রতারিত করাটা কঠিন হয়ে যায়। অনেক ধর্মীয় কুসংস্কার ও অপব্যাখ্যাগুলি তিনি সুন্দর ভাবে যুক্তি দিয়ে সমাধান দিয়ে থাকেন যে কার‌নে তাঁর কথায় অনুপ্রা‌ণীত হ‌য়ে অসংখ্য উচ্চ শিক্ষিত বিধর্মী প্রকা‌শ্যে মুস‌লিম ধর্ম গ্রহন ক‌রে‌ছনে! মুসলমানদের তীর্থভূমী আরব দেশগুলোতেই তার অসংখ্য শুভাকাংখী রয়েছে আর সেখানকার বিজ্ঞ আলেমরাও ডা. জাকিরকে যথেষ্ট সন্মান করেন, তাঁকে নিয়ে নেতীবাচক সমালোচনা করেন না! আমাদের সমাজে যে সকল লাইসেন্সপ্রাপ্ত ভোগবাদী আলেমরা নিজেদের সুযোগ-সুবিধামত ধর্মের ব্যাখ্যা দিয়ে সাধারন মানুষদের বিভ্রান্ত করার চেষ্টা করে কেবল তারাই ডা. জাকিরের মত ব্যাক্তিদের নেতীবাচক সমালোচনা করে কারন ডা. জাকির লাইসেন্স প্রাপ্ত কোন আলেম না হয়েও তিনি সকল ধর্ম নিয়ে গবেষনা করে কুরআন সহ সকল ধর্মগ্রন্থকে রেফারেন্স হিসাবে যুক্তি দিয়ে ব্যবহার করেন আর কুরআন কোন ব্যক্তি বা গোষ্ঠির লাইসেন্স হিসাবে ব্যবহারের জন্য নয়; কুরআন সমগ্র মানব জাতীর প্রত্যাহিক জীবনে রেফারেন্স হিসাবে ব্যবহার করার জন্যই নাযিল হয়েছে।

এখানে উত্তম পন্থা হচ্ছে ডা. জাকিরের ভাল দিকগুলো অনুসরন করা আর যদি তাঁর মধ্যে কোন খারাপ দিক থেকেও থাকে সেটা পরিত্যাগ করা।

image

https://www.youtube.com/watch?v=Er0dn67f3VQ

https://www.youtube.com/watch?v=2WKRs-MUKUk

https://www.youtube.com/watch?v=UB67H_0A7yk

https://www.youtube.com/watch?v=mnArOAA7ncc

https://www.youtube.com/watch?v=AjoZTL41eTA

https://www.youtube.com/watch?v=o8hHS7pCsUU

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আমরা সবাই জানি যে ড.জাকির নায়েক ধর্মীয় তথ্য তথা

বিভিন্ন ধর্মের ধর্মীয় গ্রন্থের তথ্য সমূহ ভাল জানেন। এটা খুবই

ভাল কথা ও প্রশংসার দাবিদার। যে বিষয়ে যে ভাল জানে সে

 বিষয়ে সে কথা বলা ও আলোচনা করা দূষণীয় নয়। কিন্তু যে

 বিষয়ে পূর্নাঙ্গ ধারনা নেই সে বিষয়ে সমাধান দেওয়া অবশ্যই

 দূষণীয়। কিন্তু জাকির নায়েক এই কাজটিই করেন। যেমন

তিনি ফাতওয়া দেন।  যার কারনে তিনি হক্কানী আলেম

 সমাজে সমালোচিত। 

আরো জানতে ঘুরে আসুন নিচের সাইটটি

http://sunni-encyclopedia.blogspot.com/2015/02/blog-post.html?m=1

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Yakub Ali

Call

https://m.youtube.com/watch?v=8Pxgmne_mTY


কেউ সঠিক টি পুরো না জেনেই এমন কথা

বলে, আসলে ইসলাম ধর্মের বিরুদ্ধে মনগড়া

বক্তব্য দেন না, ওনাকে আবার অনেকেই বলে ইহুদিদের দালাল!

একজন ইহুদির দালাল কখনও ইসলামের দাওয়াত দেয়না।

একটা বিষয় দেখুন আপনার আমার কাছে

কতজন বিধর্মী মানুষ মুসলমান হয়েছে?

আর উনার কাছে কতজন মুসলমান হয়েছে।

উনি যত গুলো কথা বলে সারসরি কোরআন

ও হাদিসের উদ্রিত দিয়েই বলে।

তবে কিছু ভুল শুধু ওনার একার নয়, প্রতিটি ওলামায়ে

কেরামের ও ভুল উদ্রিত হয়  প্রমাণ হিসেবে বলবো এক হুজুর আরেক

হুজুর কে দেখতে পারেনা। সব  মাওলানা সাহেবগন ই ভুল করে, তবে শুধু

জাকির নায়েকের টা বেশী চোখে পড়ে

কারণ উনি সেটেলাইট টেলিভিশনে সম্প্রচার

করে।


তাহলে বুঝা যায় ভুল সবারই হয়, তো আমরা

যদি উনার ভুল দেখি, শুধু সেটি প্রত্যাখ্যান

করবো। আমারদের তথা মুসলিমদের সৌভাগ্য!

যে, একটা নাস্তিকবাদ দেশেও একজন

বলিষ্ঠ মুসলিম কন্ঠ জাকির নায়েক। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

কেউ যদি তার নিজ পেশা ছেড়ে মানব সেবায় / ধর্ম সেবায় নিয়জিত হয়, তখন সে অর্থনীতিক ভাবে অসচ্ছল এবং দুর্বল হয়ে পড়ে। অপরপক্ষে যে নিজের পেশা ছেড়ে দিয়া মানব সেবায় / ধর্ম সেবায় নিয়জিত হওয়ার পড়েও অর্থনৈতিক ভাবে সমৃদ্ধশালী হইতে থাকে, বুঝে নিবেন সে সেবা ব্যবসায়ী বা ধর্ম ব্যবসায়ী।

আমার কোরআন শিক্ষা হল

বলেছেন, কোরআন...
১। সন্দেহাতীত/ No Doubt (২:২)
২। মানুষের জন্য হেদায়েত/ Guidance for mankind (২:২, ১৮৫)
৩। হেদায়েতের সুষ্পষ্ট প্রমান / Clear proof for guidance (২:১৮৫)
৪। দ্বীন পরিপুর্ন /Complete code of life (৫:৩)
৫। সত্য এবং মিথ্যা এর মধ্যে পাথর্ক্য নির্ণয়কারী/ Criterion (২:১৮৫, ২৫:১)
৬। সুস্পষ্ট এবং ব্যখ্যাকারী/ Clear/ clarifying /explaining (১৫:১, ৩৬:৬৯, ১২:১, ২৬:২, ২৭:১, ২৮:২, ৪৩:২, ৪৪:২, ১৬:৮৯)
৭। সবধরনের উদাহরণ দেওয়া/ provides every kind of examples (১৭:৮৯, ৩৯:২৭)
৮। সুম্পুর্ন বিস্তারিত / Fully/Distinctly Detailed (৬:১১৪, ৭:৫২, ১১:১, ৪১:৩)

যেহেতু কোরআন সত্য এবং মিথ্যা এর মধ্যে পাথর্ক্য নির্ণয়কারী, 
“কোরআনে যা কিছু বলা হয়নি তা আমাদের ধর্ম/দ্বীন এর ব্যপারে গুরুত্তপুর্ন নয় এবং যা কিছু কোরআনের সাথে সাঙ্গর্সিক তা অবশ্যয় বর্জনীয়। (পয়েন্ট ৪ এবং ৫)”

জাকির নায়েক - আপনি যদি সব কিছু জানেন এবং তার উলটা করেন তবে আপনাকে ভন্ড বলতেই হবে। জাকির নায়েক -বিশ্বাস করে নবি পেডফাইল, জাকির নায়েক বিশ্বাস করে রজম আল্লাহর দেয়া শাস্তি, জাকির নায়েক বিশ্বাস করে -মুরতাদের শাস্তি মৃত্যুদণ্ড অথচ জাকির নায়েক কোরআন জানে না তা নয়।

আশাকরি বুঝতে পেরেছেন। আর না পারলে নাই।


ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ