শেয়ার করুন বন্ধুর সাথে

মেয়েদের ১৬ কলা সনাতন ধর্ম অনুযায়ী ১৬ বিশেষ ধাপ, ১৬ কলা হলঃ ১ম কলাঃ- নিবৃতি , সংসারের মধ্যে থেকে সাংসারিকতা থেকে মুক্ত হওয়ার কলা। ২য় কলাঃ- প্রতিষ্ঠা, সৎ মার্গ তে থেকে যশ অর্জন করার কলা। ৩য় কলাঃ- বিদ্যা , নিস্বার্থ ভাবে জনহিতকর বিস্তার তথা বিদ্যা দান করার কলা। ৪র্থ কলাঃ- শান্তি , মন ও মস্তিষ্ক র মধ্যে সমন্বয় স্থাপন করে স্থির চিত্ত্যে থাকা।স্থিতপ্রঙ্গ। ৫ম কলাঃ-ইন্দিকা, নিজের অন্ত্ঃ শক্তিকে সংগ্রহ করার কলা। ৬ষ্ঠ কলাঃ- দীপিকা, শক্তির সৎ এবং উপযুক্ত প্রয়োগের কলা। ৭ম কলাঃ- রেচিকা, নিজের দুষ্ট প্রকৃতিকে চিনে,তাকে সিকার করা এবং তাকে পরিত্যাগের কলা। (এটা আজকের যুগে বিরল) ৮ম কলাঃ- মোচিকা, মায়া ও মোহর থেকে মুক্ত রাখা নিজেকে । ৯ম কলাঃ- পরা , নতুন দিশা র লক্ষে নিজেকে পরিচালিত করা এবং লক্ষ্য স্থাপন করা। ১০ম কলাঃ- অমৃত , অমৃত তুল্য কথার প্রয়োগ এবং তাকে অমৃতর মত বিস্তার করার কলা। ১১দশ কলাঃ- সুক্ষ , সৎ সুক্ষতার বিচার করার কলা । সুক্ষ বিচার শক্তি অর্জনের কলা । ১২ দশ কলাঃ- জ্ঞান অমৃত, জ্ঞান অর্জন করে তাকে অমৃতের মত বণ্টন করা । ১৩ দশ কলাঃ- অপার আনন্দ বিস্তার করা । ১৪ দশ কলাঃ- নিজের কর্ম দ্বারা সমাজের কল্যাণ করা । ১৫দশ কলাঃ- ব্যাপিনী , সত্যকে সর্বব্যাপী করার কলা। ১৬দশ কলাঃ- ব্যোম রুপা , আকাশের মত নিজের বিরাট ব্যক্তিতে সকলকে আকৃষ্ট করা বা সম্মোহিত করা।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ