আমার Duchenne muscular dystrophy রোগ আছে ৷ অনেক সাইট গাটা গাটি করেও এই রোগের কোন চিকিৎসা পাইনাই ৷ আপনি কি একটু খুজে দেখবেন এই রোগের কোন চিকিৎসা আছে কিনা ? যদি পান তবে তবে একটু বুঝিয়ে বলবেন ৷ আর এই রোগ সম্পর্কেও জানতে চাই ৷
Share with your friends
Fikar

Call

ডুসিন মাসকুলার ডেসট্রফি (Duchenne Muscular Dystrophy) বা ডিএমডি : দুই থেকে পাঁচ বছর বয়স হলে এ রোগ ধরা পড়ে। এ রোগে আক্রান্ত শিশুদের ধীরে ধীরে মাংসপেশিগুলো শুকিয়ে যায়। শিশুরা দেরিতে দাঁড়াতে ও হাঁটতে শেখে। মাংসপেশিতে কোনো বল থাকে না বলে তারা দিন দিন হাঁটার শক্তি হারিয়ে ফেলে। সাত থেকে ১২ বছরের মধ্যে তারা সাধারণত হাঁটার শক্তি হারিয়ে ফেলে। যখন তাদের শ্বাস-প্রশ্বাসের মাংসপেশিগুলো আর কাজ করে না তখন মারাত্মক পরিস্থিতির সৃষ্টি হয়।

 যেহেতু এই রোগটি  জেনেটিক বা ডিএনএ-ঘটিত তাই এসব রোগের চিকিৎসা নেই বা থাকলেও অত্যন্ত জটিল।
copy from আলোর পথ
Talk Doctor Online in Bissoy App