প্লিজ হেল্প করুন।। Wandershare Filmora সফটওয়্যার দিয়ে ভিডিও এডিট করে export করে সেভ করলে ভিডিওর মাঝে Wondershare Filmora লেখাটি নিজেথেকেই হয়ে যাই। ফলে আমার এডিট করা ভিডিওর মাঝে এই লেখা বড় আকারে দেখা যাই, আমি চাই লেখাটি যেন না দেখায় প্লিজ হেল্প। আর ভাল কোন ভিডিও এটিটর থাকলে লিংক দিবেন। আমার windows xp।
Share with your friends
Junait

Call

আপনি সফটওয়্যার টি রেজিস্ট্রিশন ছাড়া ব্যাবহার

করছেন তাই সফটওয়্যার এর নামটি কনভার্ট করার

পর ভিডিও এর মধ্য চলে আসছে। 

রেজিস্ট্রিশন কোড দিয়ে সফটওয়্যার টি রেজিস্ট্রিন

করে ব্যাবহার করুন সমাধান যোগ্য। 

আর আমার মতে সব থেকে ভালো

ভিডিও এডিটর Wonder Share video Edditor

এখানে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারেন

তবে উক্ত সফটওয়্যার ও টি রেজিস্ট্রেশন  করে

ব্যাবহার করতে হবে তবেই পরিপূর্নতা পাবেন।

আর অতিরিক্ত রেজিষ্ট্রেশন ছাড়া ভিডিও এডিট

করা যায় এমন একটি সফটওয়্যার  হলো -------------


Talk Doctor Online in Bissoy App

ভাই আপনি প্রথমে Export এ চাপ দিন তারপর আপনার ইনটারনেট কানেকশন অফ করে দিন তার পর এই কোড টি বযবহার করুন।রেজিস্টার এ এই কোড ব্যাবহার করুন। Licensed e-mail: [email protected]

Registration code: 10403029CF3644154841651AF141E800

Talk Doctor Online in Bissoy App
Call

আপনি লাইসেন্স ছাড়া সফটওয়্যারটি ব্যবহার করছেন , তাই এমনটা দেখাচ্ছে । 

আপনি Paid Software চালান, দেখবেন আর এমন হবে না। 



Video Editor Bussiness Repack Download 

Talk Doctor Online in Bissoy App