বেশির ভাগ শর্ট ফিল্মের সাউন্ড সুটিং এর সময় নেওয়া হয়, অল্প সময়ে বিশেষ প্রয়োজন ছাড়া শর্ট ফিল্মের সাউন্ড আলাদা নেয় না। 


মিউজিক ভিডিও এর সময় সুটিং এর সময়ে সাউন্ড নেওয়া হয়না, সুটিং এর সময় গান চালিয়ে অভিনয় করা হয়, তার পর তা এডিটিং করে মুল মিউজিক ভিডিওতে অর্জিনাল সাউন্ড ( গান)  জোড়া লাগানো হয়। 


এডিটিং করার জন্য অনেক সফট্রয়ার আছে, যেমন-

এডোবি, প্রিমিয়ার, ইডিয়াস, সনিভ্যাগাস ইত্যাদি জনপ্রিয়.. 


ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ