আমার  আই বি এস সমস্যা আছে। এমিলিন ও মেভ খাচ্ছি ।

বর্তমানে বারবার প্রস্রাব হচ্ছে ৷ প্রস্রাব করে উঠার পর মনে হয় আবার প্রস্রাব এসেছে ৷ তখন আবার কিছুটা প্রস্রাব হয় ৷ সব সময় পানি পিপাসা লাগে , গলা শুকিয়ে যায় ৷ 


শেয়ার করুন বন্ধুর সাথে
Yakub Ali

Call

আই বি এস রোগীদের প্রস্রাবে এই ধরণের

সমস্যা হতে পারে, এমিলিনের পার্শ্বপ্রতিক্রিয়ায়

গলা, শুকিয়ে যেতে পারে, আপনি একজন

সাইকিয়াট্রিস ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন

আই বি এস সহ প্রস্রাবে সমস্যা থেকে মুক্তি

পেতে পারেন। আর যদি প্রস্রাবে অন্য কোন

সমস্যা থেকে থাকে, তাহলে প্রস্রাবের সমস্যায়

ইউরোলোজিস্ট ডাক্তারের পরামর্শ নিতে

হবে।


অনেক আই বি এস রোগী ভাল হয়েছে

উনার কাছ থেকে, চাইলে আপনিও উনার

পরামর্শ গ্রহণ করতে পারেন।


সাইকিয়াট্রিস ডাক্তার মোঃ জহির উদ্দিন।

সাহাবউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল।

রোড=113/A গুলশান 2 ঢাকা 1212.


প্রয়োজনে আপনার আই বি এস নিরাময়ে

আমিও আপনাকে পরামর্শ দিয়ে সাহায্য

করবো।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ