আমার ঘন ঘন প্রস্রাব হয়,এখন প্রস্রাব করলে ১০-১৫ মিনিট পরে আবার প্রস্রাব আসে,প্রস্রাবে কোন জ্বালা পুড়া নাই কুথাও কোন বেথা ও নাই।প্রস্রাব করলে তারপর ও মনে হয় ভিতরে আরো প্রস্রাব আছে এবং প্রস্রাব কিলিয়ার হয় না।২-৩ ধাপে প্রস্রাব হয়।এখন আমি কি করতে পারি।?
শেয়ার করুন বন্ধুর সাথে

আমর মনে হচ্ছে আপনার 'ব্লাডার আউট ফ্লো অবস্টাকশন ' নামক অসুখ আছে, এটা হতে পারে প্রোস্টেট গ্রন্থি বড় হয়ে যাওয়া, পাথর হওয়া, ব্লাডার নেক অবস্টাকশন, স্টেনোসিস, বা ইনফেকশন ও হতে পারে। এর চিকিৎসা করতে হলে সঠিক কারন বের করতে হবে, আর এর জন্য আপনাকে অবশ্যয় একজন ভাল ইউরোলজিস্ট এর পরামর্শ নিতে হবে।

প্রস্রাব বেগ কমে

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ