Call

প্রস্রাব ঘন ঘন হওয়া ডায়াবেটিস রোগের লক্ষণ। অনিয়ন্ত্রিত ডায়াবেটিস একটি গুরুতর স্বাস্থ্য সমস্যা। আপনি অবশ্যই পরিপূর্ণভাবে চিকিৎসা করার প্রস্তুতি নিবেন। আপনার সমস্যা নার্ভের হতে পারে। একজনের চিকিৎসা নিয়ে ভাল না হলে নিউরো মেডিসিন ডাঃ দেখাতে পারেন।

মানুষের অগ্ন্যাশয় থেকে ইনসুলিন নামক হরমোন নিসৃত হয়। এই হরমোন কম নিসৃত হলে মানুষের ডায়াবেটিস রোগের দিকে দাবিত হয়। তাই আপনি আপনার ডায়াবেটিস পরিক্ষা করে দেখতে পারেন।

Yakub Ali

Call

ডায়বেটিস

* মানসিক দুর্বলতা

*মুত্রমূত্র থলির দুর্বলতা

* মূত্রনালি বা মূত্রথলির সংক্রমণ

* বয়স্ক পুরুষদের প্রস্টেট গ্রন্থির সমস্যায়

* মূত্রথলির স্নায়বিক দুর্বলতা

* কিডনি রোগে

* মূত্র নিয়ন্ত্রক এডিএউচ হরমোনের অভাব বা অকার্যকারিতা দেখা দিলে

* রক্তে ক্যালসিয়াম বা পটাশিয়ামের তারতম্যের কারনে

* দেহে থাইরয়েড হরমোন বা করটিসল হরমোনের পরিমান বেড়ে গেলে।

কারনে ঘন ঘন মাথা হয়, সঠিক কারন

নির্নয় করতে একজন ইউরোলোজিস্ট ডাক্তার

দেখাতে হবে। ঔ অনুযায়ী ঔষধ সেবন করলে

সম্পুর্ন সুস্থ হয়ে যাবেন।