Fikar

Call

১। ‘স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে দেখো। স্বপ্ন সেটা যেটা তোমায় ঘুমোতে দেয় না।’

২। ‘সূর্যের মতো দীপ্তিমান হতে হলে প্রথমে তোমাকে সূর্যের মতোই পুড়তে হবে।’

৩। ‘যদি তুমি তোমার কাজকে স্যালুট কর, দেখো তোমায় আর কাউকে স্যালুট করতে হবে না। কিন্তু তুমি যদি তোমার কাজকে অসম্মান কর, অমর্যাদা কর, ফাঁকি দাও, তাহলে তোমায় সবাইকে স্যালুট করতে হবে।’

৪। ‘যারা হৃদয় দিয়ে কাজ করতে পারে না; তাদের অর্জন অন্তঃসারশূন্য, উৎসাহহীন সাফল্য চারদিকে তিক্ততার উদ্ভব ঘটায়।’

৫। প্রতিদিন সকালে এই পাঁচটা লাইন বলো :

৬। ‘ভিন্নভাবে চিন্তা করার ও উদ্ভাবনের সাহস থাকতে হবে, অপরিচিত পথে চলার ও অসম্ভব জিনিস আবিষ্কারের সাহস থাকতে হবে এবং সমস্যাকে জয় করে সফল হতে হবে। এ সকল মহানগুণের দ্বারা তরুণদের চালিত হতে হবে। তরুণ প্রজন্মের প্রতি এই আমার বার্তা।’

৭। ‘জীবন একটি কঠিন খেলা। ব্যক্তি হিসেবে মৌলিক অধিকার ধরে রাখার মাধ্যমেই শুধুমাত্র তুমি সেখানে জয়ী হতে পারবে।’

৮। ‘আকাশের দিকে তাকাও। আমরা একা নই। পুরো মহাবিশ্ব আমাদের প্রতি বন্ধুত্বসুলভ। যারা স্বপ্ন দেখে এবং কাজ করে শুধুমাত্র তাদেরকেই শ্রেষ্ঠটা দেওয়ার জন্য চক্রান্তে লিপ্ত এই বিশ্ব।’

৯। ‘উৎকর্ষতা একটি চলমান প্রক্রিয়া এবং এটি কোনো আকস্মিক ঘটনা নয়।’

১০ ‘যদি একটি দেশকে দুর্নীতিমুক্ত এবং সুন্দর মনের মানুষের জাতি হতে হয়, তাহলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এ ক্ষেত্রে তিনজন সামাজিক সদস্য পার্থক্য এনে দিতে পারে। তারা হলেন বাবা, মা এবং শিক্ষক।’

Talk Doctor Online in Bissoy App

এটা হল বিলিয়ে দেয়ার জন্যে । কেভিন ক্রুস # একটি মানুষ যেটা কল্পনা এবং বিশ্বাস করতে পারে সেতা অর্জনও করতে পারে। নেপোলিয়ন হিল # সাফল্যের জন্যে নয় বরং সমান্যের জন্যে চেষ্টা কর । আলবার্ট আইনেস্টাইন # একটি রাস্তা বনের মধ্যে দুই ভাগ হয়ে গেছে এবং আমি জেটিতে কম যাওয়া হয়েছে সেটিই বেছে নিলাম এবং এটিই আসলে সব কিছু পরিবর্তন করে দিলো। রবার্ট ফোর্স্ট # আমার সফলতার ক্ষেত্রে ধর্ম হচ্ছে আমি কখনই কোনো অজুহাত দেই না এবং নেই না। ফ্লরেন্স নাইটেঙ্গেল # আপনি যেই সুযোগটি গ্রহন করেননি তার শতভাগ আপনি হারালেন। ওয়েন গ্রেটজকি # প্রত্যেকটি শট আমাকে পরের হোম রানের কাছে নিয়ে যায় । বেব রুথ # আপনার উদ্দেশ্যটাকে বুঝতে পারাটাই হল কোনো কিছু অর্জনের সূচনা। ক্লেমেট স্টোন # অতীত হল ভুতের মত, ভবিষ্যৎ হল স্বপ্ন । তাই আমাদের যেটা আছে তা হল বর্তমান। বিল কসবি # জীবন হল আপনার সেসব ব্যস্ত সময় যখন আপনি অন্যান্য ব্যাপারে পরিকল্পনা করেন। # আমরা যা ভাবি তাই হই। ইয়ারল নাইটেঙ্গং # জীবন হল আমার সাথে ঘোটা ১০% ঘটনা আর ৯০% কীভাবে আমি এই সব ঘটনায় আচরন করি । চার্লস সুইনডোল # মানুষের ক্ষমতা হারানোর প্রধান কারন তারা ভাবে তাদের কোনো খমতাই নেই । এলিস অয়াকার # মনই সব। আপনি জা ভাববেন তাই হবেন । বুদ্ধ # একটি গাছ রোপণ করার সবচেয়ে ভালো সময় ছিল ২০ বছর আগে এবং তার পরের ভালো সময়টি হচ্ছে এখন। চীনা প্রবাদ # একটি অপরীক্ষিত জিবনের বাঁচার অধিকার নেই । সক্রেটিস # আপনার সময় সীমিত, তাই আরেকজনের জন্যে তা নষ্ট করবেন না। স্টিভ জবস # জেতাটাই সব কিছু নয়, তবে জেতার ইচ্ছেটা অনেক কিছু । ভিন্স লম্বারডি # আমি আমার অবস্থানের হাতের একটি পণ্য না বরং আমি আমার সিদ্ধান্তের একটি ফসল। স্টিফেন কভে # প্রত্যেকটি শিশুই একজন শিল্পী। তবে সমস্যা হল কীভাবে বড় হবার পরেও তাকে এই শিল্পী হিসাবেই রাখা যায় । পাবলো পিকাসো # আপনি যতক্ষণ না ডাঙ্গার মায়া ছারবেন ততক্ষন আপনি সমুদ্র পারি দিতে পারবেন না। কলম্বাস # আমি শিখেছি মানুষ ভুলে যাবে আপনি কি বললেন, আপনি কি করলেন কিন্তু আপনি তাদেরকে যেই অনুভুতি দিলেন তা তারা ভুল্বেনা । মায়া আঙ্গেলো # দিনকে চালান নাইলে দিনটাই আপনাকে চালাবে। জিম রোন # আপনি পারবেন কি পারবেন না যাই ভাবেন না কেনো আপনি সেটাই। হেন্রি ফর্ড # আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি দিন হল যেদিন আপনি জন্মেছেন এবং যেদিন জানবেন কেন জন্মেছেন । মার্ক টয়াইন # সবচেয়ে বড় প্রতিশোধ হল বড় সাফল্য। ফ্রাঙ্ক সিনাত্রা # মানুষ প্রায়ই বলে প্রেরণা চিরদিন থাকে না । ঠিকই আছে যেমন থাকে না আমাদের গোসল টাই প্রতিদিনই আমাদের এটা দরকার পরে । # জীবন বিকশিত হবে নাকে সঙ্কুচিত হবে তা নির্ভর করে একজনের ইচ্ছার উপর। আনাইস নিন # যদি কোনো একটি কণ্ঠ তমাকে বলে তুমি আক্তে পারবে না তাহলে জেভাবে পার আকো এবং দেখবে সেই কণ্ঠটি চুপ হয়ে গেছে। ভিন্সেন্ট ভেন # সমালোচনার হাত থেকে বাঁচার উপায় একটাই। কিছুই কর না, কিছুই বল না এবং কিছুই হয়ও না। এরিস্টটল # তুমি সেই মানুষটির মতই হতে চাও যেই মানুষটি তুমি নিজে হতে চেয়েছো। রালফ অয়াল্ডো # তোমার সপ্নের দিকে আত্মবিশ্বাস নিয়৭এ এগিয়ে যাও এবং তুমি যেই জীবনটার স্বপ্ন দেখ ঠিক সেটাই কাটাও। হেনরি ডেভিড # অনেক কিছুই তোমার চোখকে আকর্ষণ করবে কিন্তু শুধু সেই জিনিসগুলোর পিছনে যাও যেটা তোমার হৃদয়কে আকর্ষণ করেছে। ভারতীয় প্রবাদ # বিশ্বাস কর যে তুমি পারবে তাহলেই তুমি অর্ধেকটা পেরে গেছ । রেসেভেল্ট # তুমি সবসময় যে জিনিসগুলো চেয়েছো তা আছে তোমার ভয়ের অপর পাশে। জর্জ এডেইর # যেখানে আছো সেখান থেকেই শুরু কর, জা আছে তাই দিয়ে চেষ্টা কর, জা পারো তাই কর । আরথার এসে # সাতবার পরে যাও কিন্তু অষ্টমবারে উঠে দাঁড়াও। জাপানি প্রবাদ # সবকিছুরই সৌন্দর্য রয়েছে কিন্তু সবাই তা দেখতে পায় না। কনফিকাস

Talk Doctor Online in Bissoy App