আমার স্ত্রীর শেষ মাসিক হয় oct 15 তারিখে, কিন্তু এইমাসে এখনো তার মাসিক হয়নি! পেগ্রন্সেসি টেষ্ট করিয়েছি,  কিন্তু টেষ্ট রিপোর্ট নেগেটিভ! আমরা সেক্স করার সময় কনডম ব্যবহার করি!  আমি বিষয় টি নিয়ে খুবই চিন্তিত!  দয়া করে উত্তর টা দিবেন! এর মাঝে একটা i pill খাওয়াছি বাট সেটা oct 28 তারিখ! কিন্তু এখনো মাসিক কেন হচ্ছে না?  


Share with your friends
makahjad

Call

এত চিন্তিত হবার কিছু নাই। আপনি আরও ১/ ২ টা বেবি টেস্ট করান, কারন এটা মাঝে মাঝে মিস্ রিপোট দেয়। আপনার স্ত্রীর বাচ্চা হওয়ার যে সিনডম দেখাদেয় তা হয় কিনা দেখেন। তা ছাড়া কখন রক্ত শূন্যতার কারনে মাসিক হয়না। তাতে আইরন ক্যালসিয়াম ট্যাবলেট খাওয়ান, মাসিক হবে।

Talk Doctor Online in Bissoy App
Yakub Ali

Call

আপনার বর্ণনা অনুযায়ী প্রেগনেন্ট হওয়ার

সম্ভবনা নাই, এরি মাঝে যেহেতু ইমারজেন্সি

পিলও খাইয়েছেন, তাই দুই সপ্তাহ অপেক্ষা

করুন, মাসিক হয়ে যাবে, না হলে পরে

ডাক্তার কে অবহিত করতে পারেন।

Talk Doctor Online in Bissoy App