প্রশ্নটার উত্তর দিবেন দয়া করে।

ঔষধ খেলে কমাবে কি না তা। 


Share with your friends

আপনার প্রশ্নের উত্তরটি এখানে আছে https://ans.bissoy.com/405110

Talk Doctor Online in Bissoy App

যে-সব যুবক-যুবতী অতিরিক্ত যৌনকর্ম অথবা হস্তমৈথুনের কারণে মৃগী রোগে আক্রান্ত হয়েছেন, তাদের জন্য বিউফো এক নাম্বার ঔষধ। বিউফোর লক্ষণ হলো মৃগীর আক্রমণের শুরুতে চীৎকার দেওয়া, মুখমন্ডল লাল হওয়া এবং মৃগীর আক্রমণ চলে যাওয়ার পরে ঘুমিয়ে যাওয়া। মাঝরাতে, মাসিকের সময়, অমাবশ্যা এবং যৌন উত্তেজনার সময় মৃগীর আক্রমণ বেশী হয়। রাতে ঘুমের মধ্যে মৃগীর আক্রমণ বেশী হয় এবং রোগীর ঘুম ভাঙতেও পারে আবার নাও ভাঙতে পারে। তবে ঘুম থেকে ওঠার পরে তার প্রচণ্ড মাথাব্যথা শুরু হয়। রোগী ঠান্ডা বাতাস অপছন্দ করে কিন্তুগরম রুমে আবার রোগের উৎপাত বৃদ্ধি পায়। http://homeopathybd.com/bufo-rana/ এই লিংক থেকে পাওয়া।

Talk Doctor Online in Bissoy App
Call

আসলে এটি একটি অভ্যাসগত কাজ|অভ্যাস পরিবর্তন করতে পারলে বিনা ওষুধে হস্তমোথুন ত্যাগ করা সম্ভব|তাই দৃঢ় প্রতিজ্ঞা করেন তাহলেই এ থেকে রক্ষা পেতে পারেন ওষুধ সেবন ছাড়াই

Talk Doctor Online in Bissoy App
simon

Call

হোমিও হল লক্ষন ভিত্তিক চিকিতসা হস্তময়তুন ছাডতে ঔষুদ লাগেনা তবে এর ফলে অাপনারঅন্য সমস্যা হলে যেমন বীর্য পাতলা স্বপ্নদোষ হলে অাপনি হোমিও alfalfa tonic দিনে তিন বার দুই চামছ খেতে পারেন ১মাস

Talk Doctor Online in Bissoy App