Call

আপনি ইমেইল লেখার জন্য নিম্নোক্ত ধাপগুলো মনে রাখবেন । From : To : Sub : Compose : এখানে From হলো আপনার ইমেইল ঠিকানা অর্থাৎ যার নিকট থেকে ইমেইল পাঠানো হচ্ছে তার ঠিকানা । To এখানে আপনার কাঙ্খিত ব্যক্তির ইমেইল ঠিকানা লিখতে হবে অর্থাৎ যার কাছে আপনি ইমেইল পাঠাতে চান তার ইমেইল ঠিকানা । Sub এখানে যে বিষয়ে আপনি ইমেইল লিখতেছেন তার সংক্ষিপ্ত ভাব অর্থাৎ আপনি কোন বিষয় নিয়ে তার কাছে ইমেইল লিখতেছেন সে যেন এই সংক্ষিপ্ত লেখাটি দেখেই বুঝতে পারে । এবার Compose এখানে আপনি তাকে কি কি লিখে জানাতে তার বিস্তারিত তুলে ধরবেন । আশা করছি আপনি খুবই সহজ ও সুন্দর ভাবে আপনার সমস্যার সমাধান পেয়েছেন । ধন্যবাদ ।

Talk Doctor Online in Bissoy App