আমি Walton Primo GH4. ফোন ব্যবহার করি। ফোনটা বেশ ভালোই। কিন্তু সমস্যা হলো, আমার এই ফোনটি স্ক্রীন বন্ধ/লক থাকা অবস্থাতে এমন চার্জ খাই যেন মনে হয় আমি তখোনো ফোনটা চালাচ্ছি এমন ভাবে চার্জ খাই। ১০০% চার্জ রাতে রেখে ঘুমালে প্রাই দিনি দেখি সকালে ২% অথবা বন্ধ হয়ে যাই। এমনকি ফোনটি আমি Turn Off থাকলে খাই তবে একটু কম যেমন ১০০% থাকলে ৩০/৪৫% চার্জ থাকে। কিন্তু আমার আর একটিও Android ফোন আসে সেটাতে 100% চার্জ দিলে স্ক্রীন লক থাকা অবস্থাই কোনো চার্জ খাইনা,সেটা একদিন বা ৫দিন হলেও ১০০%ই চার্জ থাকে। কিন্তু এই ফোনটি পুরাই বেতিক্রম। এটা নিয়ে খুবি টেনশানে আছি এটা নিয়ে। তাই আমার প্রশ্ন হলো এই অতিরিক্ত চার্জ খাওয়া মানে স্ক্রিন বন্ধ থাকা সময় কোনো চার্জিই খাবেনা । মানে আমার অন্য Android ফোনটার মত করতে চাই??? এর জন্য যা করা লাগবে তাই করবো Root করা লাগলে আমি তাই করবো তবুও আমি এ সমস্যা থেকে মুক্তি পেতে চাই। কেও এর সমাধান জানলে প্লিজ বলুন প্লিজ প্লিজ। হেল্পটা করুন। প্লিজ।
শেয়ার করুন বন্ধুর সাথে

আপনি প্রথমে আপনার মোবাইলে এ গিয়ে সেটিং এ যান।তারপর সেখানে all application manager এ যান,সেখানে গিয়ে রানিং এপস গুলো ডিসেবেল করে দিন।তারপর সেখান থেকে বের হয়ে যান। এছাড়া আপনি বিভিন্ন ব্যাটারি সেভার এপস ব্যবহার করতে পারন।যেমন-Bettery sever app

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Yakub Ali

Call

এটি ডাউনলোড করুন

image

Super optimize On করুন।

image

Night Saving   মুড On করুন।

image

Optimize করবেন।


মোবাইলের সকল অপ্রয়োজনীয় এ্যাপস

Uninstall করুন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ