আমার কম্পিউটারে windows 7 দেওয়া আছে।আমি windows না দিয়ে পাটিশন( pratiton) দিতে চাই।এটা কি ভাবে করবো
Share with your friends
Call

windows না দিয়ে পাটিশন( pratiton)দেওয়া যাবেনা

Talk Doctor Online in Bissoy App
remixinfo

Call

Windows 7: নতুন করে Windows না দিয়েই Partition:

নতুন করে Windows না দিয়ে খুব সহজেই Partition, কোন ড্রাইভের সাইজ কমানো, কোন ড্রাইভের সাইজ বাড়ানো এবং নতুন ড্রাইভ Partition করা যায়। এতে করে ড্রাইভের কোন কিছুই Delete বা Formats হবে না।

যা করতে হবে:

1. স্টেপ-১: My Computer এর উপর মাউস নিয়ে Right Button এ ক্লিক করুন- > এখন- Manage এ ক্লিক করুন-

image

2. স্টেপ-২: এখন ‍Disk Management এ Double Click করুন- (বাম পার্শে দেখুন)

image

এখানে,

১. উপরের অংশে সব ড্রাইভ > ড্রাইভের ক্যাপাসিটি > ফ্রি স্পেস ইত্যাদি তথ্য দেখাবে।

২. নিচের অংশে বক্স আকারে সব ড্রাইভ দেখাবে।

3. স্টেপ-৩: এখন যে ড্রাইভটি পার্টিশন করতে চান > নিচের অংশ থেকে সেটির উপর মাউসের Right Button এ ক্লিক করুন- > তারপর- Shrink Volume এ ক্লিক করু-।

এখানে ‍Shrink Dialog Box –এ যা দেখাবে:

image image

১. Total size before shrink in MB -তে ড্রাইভটির মোট কত MB আছে তা দেখাবে।

     ২. Size of available shrink space in MB -এখানে যত MB দেখাবে আপনি তত MB বা তার কম Shrink করতে পারবেন। যা দিয়ে নতুন ড্রাইভ তৈরি বা অন্য ড্রাইভের সাইজ বৃদ্ধি করতে পারবেন।

     ৩. Enter the amount of space to shrink in MB -এখানে নির্ধারণ করে দিবেন আপনি কত MB Shrink করবেন।

     ৪. Total Size after shrink in MB -এখানে, Shrink করার পর সেই ড্রাইভটির সাইজ কত হবে তা দেখাবে।

4. স্টেপ-৪: এখন- আপনার Shrink MB (৩নং বক্স থেকে) নির্ধারণ করে > Shrink এ ক্লিক করুন। Shrink হয়ে Free Space দেখতে পারবেন।

image

5. স্টেপ-৫: Free Space দিয়ে নতুন ড্রাইভ তৈরি করতে চাইলে Free Space ড্রাইভের উপর Right Button এ ক্লিক করুন। তারপর New Simple Volume –এ ক্লিক করুণ। (বাকিটা নিজেই পারবেন)।

image

6. স্টেপ-৬: Shrink করা Free Space দিয়ে অন্য কোন ড্রাইভের সাইজ বৃদ্ধি করতে চাইলে: যে ড্রাইভের সাইজ বৃদ্ধি করবেন সেই ড্রাইভের উপর মাউসের Right Button এ ক্লিক করুন, Extend Volume এ ক্লিক করুন। (আশা করি বাকিটুকু নিজেই পারবেন)।

image

(ভুল-ত্রুটি হলে ক্ষমা প্রার্থী)

Talk Doctor Online in Bissoy App