Call

৬.০০ এ দুই কাটায় উৎপন্ন হয় ১৮০°। এদের মধ্যে রয়েছে ৩০ টি দাগ কাটা। একেকটি কাটার মান হয় (১৮০/৩০)°= ৬°। ২.১৫ তে ঘন্টার কাটা থাকে ১১ নম্বর দাগকাটায় এবং মিনিটেরটা ১৫ নম্বর এ। দুটির মধ্যে ব্যবধান ৪ ঘর। ৪ ঘরে উৎপন্ন কোণ (৬*৪)°= ২৪°। দুই কাটার মধ্যে উৎপন্ন কোণ ২৪°

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Junait

Call

২৪ ডিগ্রী কোণ উৎপন্ন করে।

ব্যাখ্যা -----

image

উপরের ঘড়িটেতে ২ টা ১৫ মিঃ  সময় আছে.....

এখন মিনিটের কাটা টিকে "ভুমি" ধরুন

এবং ঘন্টার কাটা কে  একটা লম্ব ধরুন।

এখন লম্ব আর ভূমি মিলে যে কোনটি উৎপন্ন

করলো.....  চাঁদা দিয়ে পরিমাপ করুন.....

চাঁদার ভূমি ঘড়িটির ভুমির সাথে ধরুন,

আর লক্ষ করুন ঘন্টার কাটাটি চাঁদাটির

কোন লম্ব/রেখার সাথে মিলত হচ্ছে.....

দেখবেন ২৪ ডিগ্রীর কোণের রেখার সাথে

মিলিত হয়েছে.....  

আরও বুঝতে নিচের পিকচারটি লক্ষ করুন

image

আশা করি বুঝেছেন।

 ****     ধন্যবাদ      ****

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call


2টা 15 মিনিটের সময় ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে 22.5 ডিগ্রি কোণ উৎপন্ন হয়  


ব্যাখ্যাঃ 

12 টা থেকে 3 টা এই দুই কাটায় উৎপন্ন হয় 90°। এদের মধ্যে রয়েছে 15 টি দাগ কাটা। একেকটি কাটার মান হয় (90/15)°= 6°। 2টা 15 মিনিটে  ঘন্টার কাটা  11 নম্বর দাগ কাটা পার হয় অর্থাত্ 11.25 জায়গায় ঘন্টার কাটা অবস্থান করে এবং মিনিটের কাটা 15 নম্বর কাটায় অবস্থান করে। অতএব , দুটির মধ্যে ব্যবধান (15-11.25)=3.75 । ঘন্টার কাটা ও মিনিটের কাটা উৎপন্ন করে 3.75×6°= 22.5° কোণ ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ