অাপনি মনে হয় প্রশ্নে ভুল করেছেন,,,দ্বিতীয় ট্রেনটি লম্বায় ৮০ কি.মি. নাকি ৮০ মিটার? যদি ৮০ মিটার হয় তবে অাপনার প্রশ্নের উত্তর ৮ মিনিট। কারন ১২০০ মি. লম্বা ট্রেনটি ১ ঘন্টায় যায় ১৮ কি.মি. অর্থাৎ ১ মিনিটে যায় ৩০ মিটার অার ৮০ মিটার লম্বা ট্রেন ১ ঘন্টায় যায় ১২ কি.মি. সুতরাং ১ মিনিটে যায় ২০ মিটার,,, এক মিনিট পর দুই ট্রেন এর পার্থক্য ১০ মিটার। অার যেহেতু ট্রেন দ্বয় একই সময়ে একই স্থান থেকে যাত্রা শুরু করে এবং ১২০ মিটার লম্বা ট্রেনের গতিবেগ বেশি তাই বড় ট্রেনটি ছোট ট্রেনটির দৈর্ঘ্য ৮০ মিটার অতিক্রম করলেই একটি অারেকটিকে অতিক্রম করা হয়। ট্রেন দ্বয়ের মাঝে ১০ মিটার পার্থক্য হয় ১ মিনিটে,,, সুতরাং ৮০ মিটার পার্থক্য হয় ৮ মিনিটে। ধন্যবাদ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ