দেওয়া আছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুন সুতরাং প্রস্থ m হলে দৈর্ঘ 3m তাহলে mx3m=768 বা m^2=768/3 m^2=256 বা m=16=প্রস্থ দৈর্ঘ 16x3=48 মি পরিসীমা =48x2+16x2=96+32=128মি আবার আয়তাকার এর পরিসীমা =বর্গাকারের পরিসীমা অর্থাত এক বাহু x4 =128 বা এক বাহুর দৈর্ঘ= 128÷4=32 মি এর ক্ষেত্রফল ৩২^২=১০২৪বর্গ মি =১০২৪x ১০০০০ বর্গ সে মি=১০২৪০০০০বর্গ সে মি মোট পাথর লাগবে =জায়গার মোট ক্ষেত্রফল ÷মোট পাথরের ক্ষেত্রফল ১০২৪০০০০÷৮০=128000টি!!!

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
AshikTanvir

Call

ধরি,আয়তক্ষেত্রের প্রস্থ=x মিটার আয়তক্ষেত্রের দৈর্ঘ্য =3x মিটার। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল=(3x*x)বর্গমিটার। =3x^2['^'চিহ্ন দ্বারা বুঝানো হয়েছে উপরে পাওয়ার] প্রশ্নমতে, 3x^2=768. বা,x^2=768÷3. বা,x^2=256. বা,x=16. [বর্গ করে] প্রস্থ x=16 মিটার, দৈর্ঘ্য =3*16=48 মিটার। আয়তক্ষেত্রের পরিসীমা=2(দৈর্ঘ্য+প্রস্থ) =২(48+16)=2*64=128 মিটার। বর্গক্ষেতত্রের পরিসীমা=128 মিটার। ; বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য=128÷4=32মিটার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল =(32)^2=1024 বর্গমিটার। বর্গাকার পাথরের দৈর্ঘ্য=80সে.মি.=0.8 মিটার। বর্গাকার পাথরের ক্ষেত্রফল=(0.8)^2=0.64বর্গমি. পাথর লাগবে=1024÷0.64টি=16 টি উত্তরঃপাথর লাগবে 16 টি।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call


অঙ্কটি বড় , তাই খাতায় করলাম ।


image image image image image

উত্তর : 128000 টি ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ