আসসালামু আলাইকুম
তালাকের নোটিশ গ্রহন/ফেরৎ আসার সাথে তালাক হওয়া না হওয়া নির্ভর করে না দেখার বিষয় সঠিক প্রক্রিয়ায় করা হয়েছে কি না।
তালাকের নোটিশ ২ কপি পাঠানো হয়।এক কপি মেয়ের বরাবর,আরেকটি মেয়র(সিটি কর্পোরেশন হলে)/চেয়ারম্যান(ইউ পি)।প্রত্যেকটি নোটিশ প্রেরনের ডাক রশিদ সংরক্ষন করুন ভবিষ্যৎ কাজে লাগবে।
সিটি কর্পরেশন/ইউ পি আপনাদের দু জনকেই নোটিশ দিবে তারিখ দিয়ে সেই দিন উপস্থিত হন। সমঝোতা হলে ভালো তা বা হলে তারা প্রতিবেদন দিবে সেটা নিয়ে তালাকনামা সংগ্রহ করুন।এক্ষেত্রে মেয়ে আসলো কি না আসলো বিষয় না।
পরামর্শ:তালাক দেয়ারর পর সাধারণত মেয়েরা যৌতুকের/নির্যাতন মামলা করে তাই আগে ভাগেই বিজ্ঞ আইনজীবীর পরামর্শে তালাক প্রদানই উত্তম।
ধন্যবাদান্তে :
মো:এমদাদুল হানিফ
এডভোকেট
 বাংলাদেশ সুপ্রিমকোর্ট

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ