Share with your friends
Junait

Call

GED তে শুধু MCQ type question থাকে এবং এটি মাত্র ৫ টি পরীক্ষা দিয়েই অর্জন করা যায়। বিষয়গুলো হলঃ Writing Skills, Literature, Social Studies, Science, Mathematics.

প্রতি বিষয়ে ৫০ টি প্রশ্ন থাকবে ৫০ * ১৬ = ৮০০ করে মোট ৫ টি বিষয় ৫ * ৮০০ = ৪০০০ এর মধ্যে পরীক্ষা হবে, পাশ মার্কস ৫৫% ( ৮০০ এর মধ্যে ৪৫০ )।

------------------------------------------------------

GED কোর্সের এর ব্যাপারে বিস্তারিত উল্লেখ করছিঃ

-----------------------------------------------------

>প্রশ্নঃ GED কী? কেন GED করবেন?

উত্তরঃ GED এর পূর্ণরূপ General Educational Development. এটি USA অনুমোদিত High School Equivalency Diploma, যার সার্টিফিকেট প্রদান করে Maine Department of Education, USA. বাংলাদেশে এটি HSC / A-Level এর সমপর্যায়ের ডিগ্রি, যা HSC / A-Level এর বিকল্প হিসেবে পরিচিত। এটি University Grants Commission (UGC) কর্তৃক অনুমদিত হওয়ায় দেশের শুধুমাত্র বিভিন্ন "প্রাইভেট ইউনিভার্সিটিতে" এর মাধ্যমে ভর্তির সুযোগ পাওয়া যায়।

GED পরীক্ষার ফলে অনেকেই এখন HSC/A-Level এর দীর্ঘপড়াশোনা'র পরিবর্তে ৪ মাসের প্রস্তুতি নিয়ে একটি আমেরিকান হাইস্কুল ডিপ্লোমা অর্জন করতে পারছেন যার ফলে খুব সহজেই বাংলাদেশের প্রাইভেট ভার্সিটিতে ভর্তি হতে পারছেন। এছাড়াও বিদেশেও পড়ার সুযোগ আছে, যা এই মেসেজ এর পরবর্তী অংশে বলা আছে।

GED পরীক্ষার কারণে এখন অনেকেই স্টাডি গ্যাপ থাকা সত্বেও এখন তার পড়াশোনা Continue করতে পারছেন দেশের নামকরা ভার্সিটিগুলোতে। আপনি আমাদের এখানে ভর্তি হয়ে ক্লাস করে পরীক্ষা দিয়ে খুব অল্প সময়ের মাঝেই পড়াশোনার ট্র্যাকে ফিরে আসতে পারবেন, ইনশাল্লাহ। শুধুমাত্র HSC ফেল করলেই এই কোর্স করা যাবে এমন কিছু নয়। এমন অনেকই আছেন, যারা যে কোন কারণেই হোক HSC/A-Level দিতে পারেননি, বা দিতে চাচ্ছেন না অথবা পরীক্ষা দিয়েও গ্রেড অনেক খারাপ এসেছে যার ফলে ভার্সিটিতেও ভর্তি হতে পারছেননা, তারা যে কেউ এই কোর্সটি করতে পারেন।

-----------------------------------------------------

> প্রশ্নঃ জি ই ডি করতে মোট কত খরচ হবে?

উত্তরঃ মোট দুইভাবে আপনার খরচ হবে।

প্রথমত যখন GED কোচিং এর জন্যে আমাদের এখানে ভর্তি হচ্ছেন তখন ভর্তি ফি ২0 হাজার টাকা দিয়ে ভর্তি, এর পরে আমাদের কোর্স শেষ করার জন্যে আর কোন টাকা দিতে হবে না। কোন রূপ মাসিক চার্জ বা Hidden Charge নেই।

পরবর্তীতে আপনি যখন মূল পরীক্ষার জন্যে রেজিস্ট্রেশন করবেন তখন জিইডি এক্সাম রেজিস্ট্রেশন ফিঃ ২৫০ ইউ এস ডলার (প্রতি সাবজেক্ট ৫০ ডলার) দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। আমেরিকান কাউন্সিল আপনার জি ই ডি সার্টিফিকেট ইস্যু করবে। এর বাহিরে আর কোন খরচ নেই।

Total = 45,000 TK.

-----------------------------------------------------

>প্রশ্নঃ GED দিয়ে বাংলাদেশের কোন্ কোন্ ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া যাবে?

উত্তরঃ জিইডি করার পর বাংলাদেশের অনেক প্রাইভেট ভার্সিটিতে ভর্তির সুযোগ আছে। (এইচএসসি বা এ-লেভেল ছাড়াই)। বর্তমানে বাংলাদেশের যেসব প্রাইভেট ইউনিভার্সিটি জিইডি Accept করে, সেগুলোর মধ্যে কয়েকটি হলঃ EWU, IUB- Independent University Bangladesh ,UIU- United International University ,ULAB-University of Liberal Arts Bangladesh ,UAP- University of Asia Pacific University, EU, IUBAT, SHANTO-MARIAM UNIVERSITY OF CREATIVE TECHNOLOGY, LCLS, Manarat, Prime Asia .EU ইত্যাদি।

-----------------------------------------------------

>প্রশ্নঃ জিইডি দিয়ে পরবর্তীতে কোন্ কোন্ সাবজেক্টে পড়া যাবে?

উত্তরঃ জিইডি দিয়ে General অর্থাৎ Business/ Arts/ Management রিলেটেড যেকোন সাবজেক্ট পড়া যায়। তবে আপনি Science বা Engineering ( BSC ) এর কোন সাবজেক্ট পড়তে চান, তবে SSC/ O-Level এ Science background থাকতে হবে। এছাড়া EWU এবং IUB তে একটি Requirement আছে যে, Science/ Engineering এর জন্য SSC তে Science এর সাথে আপনাকে GED এর Science এবং Math এ 70% এর বেশি স্কোর পেতে হবে।

-----------------------------------------------------

> প্রশ্নঃ GED দিয়ে দেশের বাইরে উচ্চশিক্ষার জন্য যাওয়া যাবে কি এবং কোন্ কোন্ দেশে?

উত্তরঃ প্রথমেই বলে রাখা দরকার যে, জিইডি যেহেতু একটি আমেরিকান ডিপ্লোমা, তাই আমেরিকা এবং কানাডার বেশিরভাগ ইউনিভার্সিটিই জিইডি accept করে। এছাড়াও UK, Australia, Austria তে এটি widely accepted. আর এশিয়ার মধ্যে থাইল্যান্ড, মালেশিয়ার অনেক ইউনিভার্সিটিও জিইডি accept করে। তবে UK-র ক্ষেত্রে ইউনিভার্সিটির মূল কোর্স শুরুর আগে আপনাকে এক বছরের University Foundation Year কমপ্লিট করতে হবে। আগ্রহী শিক্ষার্থীরা বিদেশের বিশ্ববিদ্যালয়গুলোর admission requirement দেখে তাদের মেইল করে খোঁজ নিতে পারেন।

সোর্স = ইন্টারনেট

Talk Doctor Online in Bissoy App