arifvai

Call

ঠান্ডা পাণি দিয়ে গোসল করেন তারপর আদার চা খান তারপর সরিসার তেল মাথায় পেটে বেসি দিবেন। ৩ দিন এরকম করেন গোসলের পর চা খাবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Yakub Ali

Call

প্রতিটি বিপদে আমাদের দেহ সিমপ্যাথেটিক রিফ্লেক্সের মাধ্যমে আমাদেরকে রক্ষা করে, ঠিক তেমনি গরম কিছু হঠাৎ করে খেয়ে ফেলা। আমরা তা দ্রুতই মুখ থেকে ফেলে দেই বা গিলে ফেলি, এতে আমাদের মুখের ভিতরের মিউকাস মেমব্রেন বা চামড়ার আবরণটি খুব বেশি ক্ষতিগ্রস্থ হয় না, যেটুকু ক্ষতি হয় তা স্বাভাবিক ভাবেই সেরে যায়। মুখের বিতরের আবরণের পূণরুৎপত্তির ক্ষমতা অনেক বেশি, তাই সেটা দ্রুতই সেরে যায়। বড়জোড় 3 বা 4 দিন লাগবে স্বাদগ্রন্থিগুলোর স্বাভাবিক কাজ করতে । জ্বলাপোড়া কিছুক্ষন করে, অল্প কিছুক্ষন পরেই তা সেরে যায়। কষ্ট কম করতে চাইলে হাল্কা ঠান্ডা পানি মুখে নিয়ে রাখতে পারেন। গলায় হালকা বরফ গিলতে পারেন।

সমাধান না হলে ডাক্তারের পরামর্শ নিন

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ