জন্ম নিয়ন্ত্ররণের জন্য মেয়েদের কোন ওষুধ খেতে হয়? সবচেয়ে কার্যকর ওষুধ কোনটি? প্রতিবার সহবাসের পরই কি খেতে হয় নাকি কয়েকদিন পরপর খেলেও হয়? এর কি কোন পার্শ্ব প্রতিক্রিয়া আছে? অর্থাৎ এইরকম ওষুধ খেলে আমার স্ত্রীর কোনো শারীরিক সমস্যা হবে কি বা পরে সন্তান নিতে কোনো সমস্যা হবে নাতো? দয়া করে ব্যাপারটা একটু বিস্তারিত জানাবেন।


শেয়ার করুন বন্ধুর সাথে

জর্ম্ম নিয়ন্ত্রনের জন্য নিয়মিত ফেমিকন,ফেমিপিল খেতে পারেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Yakub Ali

Call

জন্ম নিয়ন্ত্রণ পিল খেলে সানান্য

পার্শপ্রতিক্রীয়া হয়।

বমি বমি ভাব,ঝিমুনিভাব,অবসন্নতা,

মাথা ব্যথা ইত্যাদি।


তবে শরিরের সাথে মানিয়ে গেলে আর

সমস্যা হয়না। ফেমিকন খাওয়াতে পারেন।

পরবর্তীতে বাচ্চা নিতে সমস্যা হবেনা।

প্রতিদিন একটা করে পিল খেতে হয়।


image


জন্মনিয়ন্ত্রন পিল হিসেবে কখনো পিউলি

আই পিল, নরপিল, ইমকন খাওয়াবেন না।

এগুলো ইমারজেন্সি পিল, এইগুলো নিয়মিত

খাওয়া বড়ি নয়।


না বুঝলে মন্তব্য করবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ