আমার বয়স 18 , আগে এমন ছিলনা।
হঠাত করে নিস্তেজ হয়ে যায়।

শেয়ার করুন বন্ধুর সাথে
Call

যদি এটা আআপনার বিয়ের প্রাথমিক অবস্থায় হয়ে থাকে

  এটি কোন সমস্যাই নয়।

আপনার উত্তেজনা কনট্রোল করতে পারেন নি

তাই, এ রকম হয়েছে,।

ছেলেদের এমন হওয়া সাভাবিক, তবে

এরুপ প্রতিনয়ত, বা যৌন মিলনে এটি

অব্যাহত থাকলে চিকিত্সার প্রয়োজন হবে।

তার আগে নয়। যদি দেখেন সবসময় এমন তবে কোন যৌন

 বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Yakub Ali

Call

যাক আগে ছিলনা, এখন হচ্ছে, তাই

সমাধান ও আছে, এটি মুলত মানসিক

দুর্বলতা থেকে হয়।


যৌন উত্তেজনায় মস্তিষ্ক ধরে রাখতে

পারছেনা তাই নিস্তেজ হয়ে যায়।


মানসিক ভয়, দুর্বলতা দুর ররুন, শারিরিক

দুর্বলতায় ও নিস্তেজ হয়ে যায়। পুষ্টিকর

খাবার খাবেন, নিয়মিত মধু ও ভিটামিন ই

400mg রাতে খেতে পারেন।


নিস্তেজ সমস্যা সমাধান করতে

যৌন ডাক্তারের চেয়ে সাইকিয়াট্রিস

ডাক্তারের পরামর্শ উত্তম হবে।



অনেকে মনে করে সাইকিয়াট্রিস ডাক্তার

পাগলের ডাক্তার, এটি ভুল....ধারণা।


মানুষের শরিরের যেমন রোগ হয়, ঠিক

তেমনি মনের ও রোগ হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ