হাদিস থেকে জানা যায় যে আদম (আ.) কৃষিকাজ করতেন। তাকে এসব শিখিয়ে দেয়া হয়েছিলো। বলাবাহুল্য পর্যায়ক্রমে তিনি তার সন্তানদেরও তা শেখান। সম্ভবত পরবর্তীতে কিছু মানুষ আলাদা হয়ে গিয়েছিলো। শিকারে বা কোনো দরকারে কোথাও গিয়ে তখনকার মত প্রায় জনশূন্য ও জঙ্গলাকীর্ণ পরিবেশে হারিয়ে যাওয়াটা খুব একটা অসম্ভব ছিলোনা। তারপর তারাই হয়তো জঙ্গলে, গুহায় নিজেদের আস্তানা গড়ে তোলে। একটা কথা উল্লেখ্য যে, মানুষ আগে অসভ্য, গুহাবাসী ছিলো -এই ধারণাটা কেবল এবং কেবলমাত্র পাহাড়ের গায়ে খোদাই করা কিছু চিহ্ন, মূর্তি ইত্যাদি থেকে পাওয়া। আমরা নিশ্চিত করে কখনোই বলতে পারিনা যে মানুষ সম্পূর্ণ অসভ্য থেকে আজকের সভ্যতায় এসে পৌঁছেছে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ