Call

অবশ্যই কম পড়াশোনা করেছে! পরিশ্রমের উপর ভাগ্য নির্ভর কর! আপনি যদি পরিশ্রম না করে,ভাল ফল আশা করেন,তাহলে সেটা আশানুরুপ হবে না! হ্যা অবশ্যই ভাগ্য লাগে কোনো কিছুতে! তবে ভাগ্যই সবকিছু না!

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Junait

Call

না মোটেও না।

 ভাগ্যর উপর সম্পূর্ণ দোষারোপ করা যায় না/যাবে না।

আল্লাহ,  "নিশ্চয় ভালো কাজের জন্য ভালো সুভাগ্য,

মন্দ কাজের জন্য / অলসতার জন্য দূর্ভাগ্য  নির্ধারন

করেন।

মানুষের সব অঙ্গ আল্লাহ স্বাধীন করে দিয়েছেন সে যেভাবে

পরিচালিত করবে সেভাবেই ফলাফল আসবে।

সর্বোচ্চ চেষ্টা করতে হবে প্রতিটি কাজের জন্য।

কম পড়াশোনা করা...  এটা কে ভাগ্যর দোষ নয় বরং

অলসতা বলে। সুতরাং..  ভাগ্যর উপর ভরসা করে অলসতা

করা যাবে না। তবে অবশ্যই ভাগ্য/তাগদীরের প্রতি

বিশ্বাস স্থাপন করা আবশ্যক। 

কোনো কর্মসংস্থানেতে সর্বোচ্চ চেষ্টা সাধন করতে হবে

এবং ভাগ্যর উপর বিশ্বাস স্থাপন করতে হবে

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
sheakRiyad

Call

না। এটা কিন্তু ভুল কথা।.....ধরুন...

কোনো স্কুলে কয়েকদিন পর বার্ষিক পরীক্ষা হবে।শিক্ষক তিন জন ছাত্র কে বলল=তুমি ১ এ পাস করবে,তুমি ২ এ পাস করবে আর তুমি পাস করবেনা।এর পর পরীক্ষা হল।ফলাফল বের হল।আর ফলাফল শিক্ষক যেবাবে বলেছেন ওইরুকুমি হয়েছে।এখন যে ফেল করচে সে কি শিক্ষককে বলবেন..?আপনি বলেচেন বলে আমি ফেল করছি

না।বলবে না।কারন শিক্ষক আগেথেকেই জানেন যে ছেলেটি পডালেখা ভালকরে করেনা।

ঠিক তেমনি আপনি ভবিষ্যৎ এ যা করবেন তাই আল্লাহতালা আপনার ভাগ্যে লিখেন।আমি আবার ও বলছি,লিখার কারনে কিন্তু আপনি ওই কাজটি/কাজগুলো করবেন না।


ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ