আমি কাল কম্পিউটার কিনব... আমার মনিটর আছে.... তাই ১৬-১৭ হাজারের মধ্যে CPU বানাতে চাচ্ছি.... তাই প্রসেসর রেম হার্ডডিক্স. ইত্যাদি ১৬-১৭ হাজারের মধ্যে কোন কম্পানির কিনলে ভালো হবে! সবার মতামত দিয়ে সাহায্য করুন প্লিজ.....
Share with your friends
Junait

Call

প্রসেসর Intel core i 3/4 যে কোন একটা নিন।

মাদারবোর্ড Gigabite  সিরিজের নিন।

র্যাম কমপক্ষে 2 GB এবং হার্ডডিক্স  500 GB

নিন। ১৬/১৭ হাজার টাকার মধ্যই হবে এ সব।

ক্যাচিং-  ইচ্ছানুযায়ী ভালো একটা মডেল দেখে নিন

DVD Rom =  Samsung  এর নিন

আমার মতে এই গুলো দিয়ে পিসি সাজালে

আপনি ভালো ফলাফল পাবেন ও কাজ করতে

সমস্যা হবে না। আমি ওই গুলো ব্যাবহার করি,

তাই কোনো সমস্যা হবে না নিলে। নিতে পারেন

Talk Doctor Online in Bissoy App