WantedVirus

Call
আপনার প্রশ্নের উত্তর ডিটেইলস ভাবে কেউ দিতে পারবেনা, তবে ধারনা দেওয়া যাবে। 

যেমন : বর্তমানে সরকারি ভাবে লাইসেন্স এর পার্মিশন দিচ্ছেনা, তাই যেকোন প্রতিস্টানের সাথে আপনাকে কন্ট্রাক এ কাজ করতে হবে, তারাই আপনাকে সকল কাজ কর্ম বুঝিয়ে দিবে। 

আপনি যদি কাজ না পারেন, তাহলে তাদেরকে বলে নিবেন, তারা আপনাকে কাজ শিখিয়ে দিবে কিনা? 

ফাইবার এ লাইন কাটার সম্ভাবনা বেশি, তাই স্যাটেলাই রেডিও টাওয়ার এর মাধ্যমে লাইন নেওয়াই লাভ জনক। 

ISP + যে প্রতিস্টান লাইন সেটাপ দিবে, তা যদি এক কোম্পানি হয়, তাহলে সার্বিস ভালো পাবেন। 

এসব কিছু কন্ট্রাকে করাই ভালো, কারন আপনি যদি নিজ দায়িত্ব নিয়ে কেনেন, তাহলে সমস্যায় আপনিই পড়বেন, কারন সেটাপ করার টাইমে যদি নস্ট পান তাহলে লস আপনার, 

আর যদি কন্টাকে কাজ দিয়ে দেন তাহলে যতক্ষন লাইন আপ না হবে ততক্ষন যা যা লাগবে তা সব কিছুই পাবেন, এবং লাইন আপ করেই দিবে। 

তাই কন্ট্রাকে করতে পারেন এসব কাজ, অনেক প্রতিষ্টান আছে যারা কন্ট্রাকে কাজ করেন, তাদের সাথে যোগাযোগ করলেই আপনি বিস্তারিত জানতে পারবেন। 

আমি লাইন নিয়েছি এমন একটি প্রতিষ্টান হচ্ছে - MAC IT & NETWORK, - 01758631813, www.mahaditrade.com

এদের সাথেও কন্ট্রাক কররে পারেন, প্রয়োজনে আমার রেফারেন্স দিতে পারেন, Wanted Virus বললেই চিনবে। 

আমি অনেক ঘুরাঘুরি + লস এর পরে এদের পাই, তখন কন্ট্রাক্ট করি, এবং ৮ দিনের মধ্যেই লাইন পাই। 
Talk Doctor Online in Bissoy App