WantedVirus

WantedVirus

WantedVirus

  • Not Specified | |
প্রশ্ন-উত্তর সমূহ 13.41k বার দেখা হয়েছে | এই মাসে 13.41k বার
2 টি প্রশ্ন দেখা হয়েছে 2.59k বার
8 টি উত্তর দেখা হয়েছে 10.82k বার
0 টি ব্লগ | 0 টি মন্তব্য | 0 টি প্রিয়

Recent Q&A

মোবাইল কেনার অভিযোগ?

আমার এক বন্ধু মোতালিব প্লাজা থেকে একটি মোবাইল কিনেছে গত ২৬-০৯-২০১৬ তারিখে, কেনার টাইমে চার্জ অল্প থাকার কারনে মোবাইল অন অফ করে দেখে কেনা হইছে, দোকানি বলেছে বাসায় নিয়ে চার্জ দিতে। ফ্রেন্ড বলেছে যদি চার্জ দিয়ে চালু করে মোবাইলে কোন সমস্যা পায়, তাহলে ফেরত দিবে। দোকানি বলেছিলো ওকে নিয়ে আইসেন। 


তার পর মনে হয় ৩০ অথবা ০১ তারিখ এ মোতালিব প্লাজায় গিয়েছে, একটু পরেই সেখানে রেড পড়েছে সম্বভত শুল্ক বা বিটিয়ারসির হবে, তাই তারা আর মোবাইল চেঞ্জ করে দেয়নি, বললো আজকে চলে যান কাল আইসেন, আজকে রেড পরেছে। 


তখন ফ্রেন্ড বললো অনেক দূর থেকে আসছি, কালকেকি আসা সম্ভব নাকি? দোকানি বললো সন্ধ্যায় আসেন। ফ্রেন্ড সন্ধ্যা ৭ টার দিকে আবার গেলো, গিয়ে দেখে এখনো রেড চলছে, মোবাইলের দোকানেও র‍্যাব বসে আছে, কিন্তু কাউকেই চার তলায় উঠতে দিচ্ছেনা, তাই সেখানে ৮:১৫ পর্যন্ত অপেক্ষা করে চলে আসছে। 


তার একদিন পর ৪ তারিখ সে আবার দোকানে গেছে, গিয়ে শোনে দোকানিকে নাকি থানায় নিয়ে গেছে, অবৈধ মোবাইল বিক্রি না কি যেনো কারনে। 

দোকানে তার ছোট ভাই, তারা বললো মোবাইল পালটিয়ে দেওয়া সম্বব না, তার ভাইকেই ( মালিক) লাগবে, সে নাকি তারা তারি চলে আসবে। ফ্রেন্ড অনেক রিকোয়েস্ট করেছে যে দূর থেকে আসছি, কিছু একটা করেন, কিছু টাকা দেই অন্য আরেকটা মোবাইল দেন। কিন্তু তারা দেন নি। 


তাই তাদের নাম্বার নিয়ে চলে আসছে, ৩ দিন পরে কল দিয়ে জানতে পারে আগামি সপ্তাহে মালিক জেল থেকে মুক্তি পাবে, আবার সেই অনুযায়ি কল দিলো, জানতে পারলো আগামি সপ্তাহে মুক্তি পাবে, তিন বার কল দেওয়ার পড়েও এখন আগামী সপ্তাহের কথাই বলছে, 


তাই এখন এই হয়রানির জন্য বা এ অবস্থার জন্য দোকানির বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যায়? বা কোথায় অভিযোগ করা যায়,  কেউ জানলে জানাবেন। 


0 likes | 2901 views

A+ BLOOD লোকের আচরণ বলেন pls...?

0 likes | 3026 views

কোমরে ব্যাথা হতে বাচার উপায়?

আমার বয়স ২৩, ১৮ বছর থেকেই আমি প্রছন্ড বাতের ব্যাথায় ভুগছি, কোমরে প্রছন্ড ব্যাথা করে,হাটা চলা দুষ্কর হয়ে যাই।ডাক্তার অনেক ওষুধ দিয়েছেন তাতেও কোন কাজ হচ্ছেনা।এর থেকে বাচার ঊপায় কি? 0 likes | 3077 views

দক্ষিনাঞ্চলে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবসা শুরু করতে চাচ্ছি?

আমি বাংলাদেশে অনেক যায়গায় ব্রডব্যান্ড ইন্টারনেট এর ব্যবসা করি MAC IT এর সাহায্যে। আমি এখন চাচ্ছি নতুন লোকেশন এ ব্যবসা বাড়াতে, যেমন খুলনা- মংলা, বরিশাল- পটুয়াখালী, ভোলা তে, MAC IT বলতেছে এসব যায়গায় এই ব্যবসা করলে প্রচুর ইনকাম করা যাবে, 


আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি, আসলেই কি এসব দুরাঞ্চলে ব্যবসা করলে ভালো লাভ হবে? 

কারন আমার অনেক টাকা ইনভেস্ট করতে হবে, তাই জানাটা দরকার, যারা এসব অঞ্চলে থাকেন বা জানেন, তারা উত্তর দেন, অন্যরাও দিতে পারেন। 


MAC IT এর আগে যেখানে যেখানে বলেছে, আমি সেখানেই ব্যবসা করতেছি, এবং সফল হয়েছি, তাই এবারো কি তাদের কথা বিশ্বাস করে ব্যবসা বারাবো? কারন  এবার লোকেশন বহু দূর, তাই সবার মতামত জানতে চাচ্ছি। 


0 likes | 2908 views

আমি ৩ লাখ থেকে ৫ লাখ টাকার মধ্যে পার্ট টাইম কী ব্যবসা করলে ভালো হবে?

আমি আপনাদের থেকে কী ব্যবসা করলে ভালো হবে জানতে চাচ্ছি?


0 likes | 2947 views

ওয়াইফাই ব্রডব্যান্ড ব্যবসা শুরু করতে হলে কি কি করতে হবে?

 ব্রডব্যান্ড ইন্টারনেট করতে চাচ্ছি। আমাদের সব সাপোর্ট আছে, মুলধন নিয়েও টেনশন নেই।
এখন জানা প্রয়োজন :
১। শুরু করবো কোত্থেকে?
২। সরকারি অনুমোদন লাগে?
৩। সর্বমোট প্রাথমিক খরচ কত?
৪। মূল নেটওয়ার্ক ওয়াইম্যাক্সের সাহায্যে আসে নাকি ক্যাবলের মাধ্যমে? নাকি অপটিক্যাল ফাইবারের মাধ্যমে?

0 likes | 3062 views

ওয়াইফাই ব্রডকাস্টিং/ব্রডব্যান্ডিং এর ব্যবসা শুরু করতে হলে কি কি করতে হবে?

আমি গ্রাম্য এলাকায় থাকি, তবে আমাদের এলাকায় ইন্টারনেটের চাহিদা তুমুল। আমি ও আমার কিছু বন্ধুরা মিলে ওয়াইফাই ব্রডকাস্টিং শুরু করতে চাচ্ছি। আমাদের সব সাপোর্ট আছে, মুলধন নিয়েও টেনশন নেই। এখন জানা প্রয়োজন : ১। শুরু করবো কোত্থেকে? ২। সরকারি অনুমোদন লাগে? ৩। সর্বমোট প্রাথমিক খরচ কত? ৪। মূল নেটওয়ার্ক ওয়াইম্যাক্সের সাহায্যে আসে নাকি ক্যাবলের মাধ্যমে? নাকি ব্রডকাস্ট সেন্টারেই ওয়াইফাই প্রডিউস হয়? 0 likes | 13449 views