আমার ঘরে জিপি সিমে 3g নেট পায় না বাইরে তাকলে পায় একন কি করি আমাকে জানাবেন


Share with your friends
pkRasel

Call

অাপনি যে এলাকায় থাকে সে খানে 3G network দূর্বল, তাই ঘরে নেট পান না, কিছু করার নাই,দেখেন অন্য কোন সিমের নেটওয়াক ঘরের বিতরে অাসে কি না?

Talk Doctor Online in Bissoy App
Junait

Call

আমার ও আপনার মতো সমস্যা তবে আমি একটা

উপায়ে 3G ব্যাবহার করি। আপনি এই কৌশল টা

প্রয়োগ করে দেখতে পারেন যদি নেটওর্য়াক পাই

তাহলে ব্যাবহার করতে পারবেন। তবে যদি ঘরের

বাইরে পাই ভিতরেও পাবে, প্রয়োজনে জানলা, দরজা

খোলা রেখে দেখুন হয় কি না।

নিয়মটা-

প্রথমে setting  - তারপরে  more  তারপরে

Network,  তারপরে Network  mode ক্লিক করুন,

এরকম আসবে অনেকটা

image

ওখান থেকে 3G Only  দিয়ে দিন।

কিছু সময় অপেক্ষা করে দেখুন।

যদি এতে ও কাজ না হয় তাহলে আগের

মত নেটওর্য়াক সেটিং করে নিবেন ঐই নিয়মে

2G/3G  Auto  দিয়ে দিবেন। 

Talk Doctor Online in Bissoy App
Manik Raj

Call

আপনি যদি তৃজী এলাকায়

থাকেন  তাহলে ছবির লাল

দাগেতে ক্লিক করে করে সেটিং

করে নিন।image image

image

বিঃ দ্রঃ না বোঝলে

মন্তব্য করবেন।

Talk Doctor Online in Bissoy App
Yakub Ali

Call

1)এটি আপনার, ব্যবহৃত সিম অপারেটর এর দুর্বলতার কারনে হয়।


তাই অপারেটর পরিবর্তন করে দেখুন।


2)যদি তাতে সমাধান না হয়, তাহলে আপনার ব্যবহৃত ফোন টির গিগাহার্জ কম হতে পারে।



1.3 গিগাহার্জ কোয়াড কোর প্রসেসর হলে নেট চালাতে সুবিধা বেশি।

বা তার বেশি*********

Talk Doctor Online in Bissoy App