লোকটির হাতে থাকা ঘড়িতে কোন সমস্যা ছিল না ঠিক, কিন্তু তার ঘরে যে ঘড়ি ছিল সেটার ব্যাটারির চার্জ একেবারে কম ছিল অথবা এমন নষ্ট কিংবা স্লো ছিল যে, সেটার পাঁচ মিনিট ভালো ঘড়ির প্রায় এক ঘণ্টার সমান।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

মানুষ মাত্রই ভুল হয়, তাই ভুল শব্দটা তৈরি।  আমরা সবাই হটাত করে ভুল শুনি, ভুল বলি বা ভুল দেখি। এখানে বাপারটা সে রকমই! ভদ্রলোক প্রথমে যে ঘড়িতে সময় দেখেছিলেন ওটা ছিল ভুল দেখা।  তিনি ফিরে এসে দেখে  যে মাত্র ৫ মিনিট হয়েছে যা অসম্ভব ব্যাপার!  কাজেই এটা প্রমান করে যে যেহেতু ঘড়িতে কোন সম্যসা ছিল না সেহেতু উনার দেখাটাই ভুল ছিল।

ধন্যবাদ

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

ভদ্রো লোকটি প্রথমে একটা ঘরের ভেতরে ছিলেন তার পরে তিনি বাইরে গেলেন একটা কাজে আমরা এখানে ধোরবো বাইরে বোলতে খোলা আকাশে বোঝাতে চাইছেন তাই তিনি যখন বাইরে ঘোরা ফেরা কোরলেন তখন তিনি হতে পারে কোনো ঘাঢ়ির ভেতরে যেমন ছি এন জি এর ভেতর থাকতে পারে তিন এক ঘন্টা কেনো সারা দিন থাকলেও তো সেটা বাইরে থাকা হলো না  তাই  তার বাইরে পাঁচ মিনিট থাকা কনো অসম্ভ না 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ