শক্তি আসলে কী? ব্যাখ্যা দিন। সকল মৌলিক বল কে কী মৌলিক শক্তি বলা যাবে?
শেয়ার করুন বন্ধুর সাথে
Junait

Call

পদার্থবিজ্ঞানের ভাষায় শক্তি বলতে কাজ করার 

সামর্থ্যকে বুঝায়। কাজ বা কার্য হচ্ছে বল(force) ও 

বলাভিমুখী সরণের(displacement) গুণফল। 

কৃতকাজের পরিমাণ দিয়েই শক্তি পরিমাপ করা হয়। 

অর্থাৎ বস্তুর শক্তি হচ্ছে ঐ বস্তু মোট যতখানি 

কাজ করতে পারে। সুতরাং কাজের একক ও 

শক্তির একক অভিন্ন - জুল। 

১ জুল = ১ নিউটন Х ১ মিটার। 

 একটি অদিক রাশি।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ