শেয়ার করুন বন্ধুর সাথে
Jewel Rana

Call

আপনার যে জায়গায় কামড় দিয়েছে সে জায়গায় স্যাভলন লাগিয়ে ভাল ভাবে পরিকষ্কার করে নিবেন। আর ব্যাথা থাকলে ব্যাথা নাশক ঔষুধ খেতে পারেন। এতে কোন সমস্যা হবে না। আমাকেও একবার কামড় দিয়েছিল। এতে আমার কোন সমস্যা হয় নাই। সতরাং আপনারও কিছুই হবেনা।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Yakub Ali

Call

চিকার কামড়ে মোটেও অবহেলা নয়।

ডেটল পানি দিয়ে ক্ষত স্থান সুন্দর করে

পরিষ্কার করতে হবে। এন্টিবায়োটিক ক্রীম

লাগিয়ে ক্ষতস্থান পরিষ্কার গজ ব্যান্ডেজ

দিয়ে ঢেকে রাখতে হবে। আক্রান্ত স্থান যদি

ফুলে যায়, রক্ত বর্ণ হয়, ব্যথা থাকে তাহলে

বুঝতে হবে ইনফেকশান হচ্ছে। এমতাবস্থায়

যত দ্রুত সম্ভব চিকিৎসকের শরণাপন্ন

হতে হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ