Call

আল্লাহ স্পষ্ট করে কুরানে বলেছেন

"নিশ্চয় ঐ সমস্ত লোক যারা সতী-সাধ্বী নিরাপরাধ ঈমান দার মহিলার উপর মিথ্যা অপবাদ দেয়, তাদের জন্যে দুনিয়া ও আখিরাতে রয়েছে অভিশাপ। তাদের জন্য রয়েছে মর্মন্তুদ শাস্তি। সেদিন তার বিরুদ্ধে তার জিহবা,  হাত,পা সাক্ষ্য দিবে ঐ কাজের যা সে আমল করেছে। ( নূর:২৩-২৪)

রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,

ধ্বংসাত্বক ৭টি জিনিস থেকে বেচে থাক, আর তা হল-

১) আল্লাহর সাথে শির্ক করা

২) যাদু করা

৩) অন্যায়ভাবে কাউকে হত্যা করা

৪) সুদ খাওয়া

৫) ইয়াতিমের মাল ভক্ষণ করা

৬) যুদ্ধের সময় পলায়ন করা ও

৭) পাক- পবিত্র নিরাপরাধ ঈমান দার মহিলার উপর মিথ্যা আরোপ করা। ( বুখারী, মুসলিম,  মিশকাত)

আল্লাহ আরো বলেছেন, 

" যারা সতী সাধ্বী  নারীরর প্রতি অপবাদ আরোপ করে এবং চারজন সাক্ষী হাজির করে না, তাদেরকে আশিটি বেত্রাঘাত করবে এবং কখনওই তাদের সাক্ষ্য গ্রহণ করবে না; তারাই তো সত্য ত্যাগী ( নূর:৪) 

কখনওই কারু উচিত নয় কোনো সতী সাধ্বী নারীর ওপর মিথ্যা আরোপ করা। 


ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ