আগে দেখতে হবে সে কি সত্যই মুসলিম ছেলেকে ভালোবাসে কিনা এবং সে ইসলাম ধর্ম গ্রহণ বা মুসলিম হবে কিনা আর তাকে বিয়ে করবে কিনা? যদি সব উঃ হ্যাঁ হয়-তবে সেই মেয়েকে এমন উক্তি লিখিত ভাবে দিতে হবে আমি স্বেচ্ছায় মুসলিম হয়েছি! আমাকে জোর করে বানানো হয়নি! এই লিখিত নামা তার (মেয়ের)আত্নীয়কে দেখাতে হবে এবং নিকটবর্তী থানাকে দেখাতে হবে,তবে মুসলিম যখন হয় তখন তা যেনো হয় আনুষ্ঠানিকভাবে! এ সব করলে আর সমস্যা হবে না বলে আমি আশা করছি!ধন্যবাদ আপনাকে,ধন্যবাদ সেই মেয়েটিকে

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

যদি মেয়েটা আপনাকে ভালোবাসে তাহলে আপনি কোড ম্যারেজ করেন এবং বিয়ে রেজিস্ট্রি করেন।  এতে আপনি আইনি কোন ঝামেলায় পরবেন না। যদিও মেয়ের ফ্যামিলি আপনার বিপক্ষে মামলা করতে পারে তবে আপনি এসব কাজ সম্পন্ন করলে কোন সমস্যা হবেনা। বিঃদ্রঃ অবশ্যই মেয়ে কে ১৮ বছর বয়স হতে হবে।   আর ইসলামের দিকে দেখলে আপনাকে আগে সেই মেয়েটাকে শরীয়ত সম্মত ভাবে ইসলাম ধর্ম গ্রহণ করাতে হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
এটি বাংলাদেশের সংবিধান অনুযায়ী মেয়ের বয়স ১৮ ও আপনার বয়স ২১ হলে আগে মেয়েটিকে মোসলিম করে নেন। এজন্য মেয়েটিকে একজন আলেম এর কাছ থেকে কালেমা পড়িয়ে নেন। মোসলমান হওয়ার শর্তগুলো পুরুন করে নেন।
তারপর মোয়েটিকে কোর্ড এ নিয়ে এপিডিপিড দিয়ে মানে ধর্ম পরিবর্তন করে নেন।
এরপর আপনি বিয়ে করে নেন এবং কাবিন রেজিষ্ট্রি করে নেন। তাহলে সঢস্যা হবে না।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ