Call

আমাদের ভারতে কোন আইনী প্রকৃয়া নেই।ছেলের বয়ষ 21 আর মেয়ের বয়স 18 হলে কেউ বিয়ে থামাতে পারবে না

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আপনি এই ঘটনাটি থানায় জিডি করেনিন,এবং তার কাছ থেকে লিখিত নিন যে আমি স্বেচ্ছায় মুসলিম হয়েছি এবং আমার পছন্দের পাত্রকে বিয়ে করেছি; আমার উপর কারো চাপ বা হুমকি আসেনি বা কেউ জোর করে বাধ্য করানি(১০০ টাকা দামের স্টাপমে লিখেন) এবং এই লিখিতনামার একটি ফটো কপি থানায় আরেকটি কপি মেয়ের ফ্যামিলিতি দিন!

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Jewel Rana

Call

মেয়েটি ইসলাম ধর্ম গ্রহণ করতে ইচ্ছুক জেনে খুব ভালো লাগছে। সবচেয়ে ভালো হয় যদি আপনি কোন পেশাদার উকিলের সাথে পরামর্শ করেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

বাংলাদেশের সংবিধান অনুযায়ী আপনাদের দুজনকেই বিবাহের উপযুক্ত থাকতে হবে।

মেয়েটিকে একজন আলেম কে দ্বারা কলেমা পড়াতে হবে ও পবিত্র ইসলাম ধর্ম গ্রহনের অনান্য শর্ত পালন করতে হবে।

এরপর আপনি বিবাহের কাজ সম্পন্ন করতে পারবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
ভাই বিয়ে করে মুসলমান বানালে হবে না,
বিয়ের আগে তাকে মুসলমান বানাতে
হবে তারপর বিয়ে করুন।
ভাই, বিয়েতে আপনাকে প্রথমত, সবার আগেই
ক্বুরআন অনুযায়ী বিয়ে করুন। আইনি আগে না।
যদি আগেই আইনি বিষয় বলেন তবে সেটা প্রথম
ত কুফরী হবে। কারন, সেক্ষেত্রে আল্লাহর নিয়মের
চেয়ে কি আইনী নিয়ম ভালো?কখনোই না
আগে ধর্মীয় নিয়ম অনুযায়ী বিয়ে করুন। তারপর
আইনী। সেক্ষেত্রে আপনি রেজিস্ট্রি করে রাখবেন।
তাহলেই আর সমস্যা হবে না।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আসসালামু আলাইকুম,

আল্লাহ তায়ালা ঐ মেয়েকে কল্যানের পথে কবুল করুক।আমীন।

জ্বী ভাই প্রথমে খেয়াল করুন আপনারা উভয়ে প্রাপ্ত বয়স্ক কিনা?যদি হোন আপনাদের প্রথম কাজ হবে তাকে কালিমা পাঠদানের মাধ্যমে মুসলিম  ধর্মে নিয়ে এসে সুন্দর একটি নাম দেওয়া।তারপর আপনারা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া।

বিবাহ পরবর্তীতে নিকটস্থ থানায় বিষয়টি সাধারন ডায়েরীভুক্ত করা

আর বিভ্রান্ত হওয়ার কোন প্রয়োজন নাই,কাজী-কোর্ট-থানা এভাবে এলোমেলো ছুটোছুটি করার প্রয়োজন নাই।কোর্ট ম্যারিজ -কাজীর বিয়ে এভাবে না ভেবে একজন আইনজীবীর স্বরনাপন্ন হন তিনি আপনাকে সকল কিছুতেই সাহায্য করতে পারবেন।যেহেতু ইসলাম গ্রহনের সাথে স্মপৃক্ত থাকা পুন্যেরও সেহেতু আমরা আইনজীবীরা চেষ্টা করি ভাল পরামর্শ দেয়ার।

বি:দ্র: দুষ্ট লোক হইতে সাবধান থাকবেন।বিবাহের কাবিন নামা,বিভিন্ন ঘোষণাপত্র,সাধারন ডায়েরীর কপি,জাতীয় পরিচয়পত্র বা বয়স প্রমানে অন্য কোন অনুমোদিত কাগজ নিজ হেফাজতে রাখবেন(মিথ্যা মামলা বা আইনী ঝামেলায় পরলে কাজে লাগবে)।কিছু বিষয় এড়িয়ে যেতে হলো,ক্ষমা করবেন(ব্যাক্তিগত)।

আল্লাহ ঐ মেয়েটিকে সত্যের পথে কবুল করে নিক,আমীন।

ধন্যবাদ

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ