অবশ্যই তার পরিনতি হবে আখিরাতের চরম শাস্তি |

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আল্লাহ তায়ালা আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে তাঁর বিধান দিয়ে পরিশুদ্ধির পথ বাতলে দিয়েছেন। তাঁর বিধিবিধান মেনে না চলা এবং পাপ কাজ করা অশিষ্ট লোকদের কাজ। কোনো বিবেকবান এবং কৃতজ্ঞ বান্দা কখনোই তার প্রভুর অবাধ্য হতে পারে না। পাপ কাজে লিপ্ত হতে পারে না। পাপ কাজে লিপ্ত হওয়া অবাধ্যতা এবং অকৃতজ্ঞতার আলামত। বিশেষ করে জেনে বুঝে পাপ করা ভয়ঙ্কর অপরাধ। না জেনে পাপ করে ফেললে এবং ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দেন। কিন্তু জেনে বুঝে পাপ...! আমাদের সমাজে অনেক মানুষ মনে করে, এখন গুনাহ করে ফেলি, পরে তাওবা করে নেব। কিন্তু সেই 'পরে'টা কবে হবে? সে কি সেই পরে পর্যন্ত বেঁচে থাকবে? এর কোনো গ্যারান্টি আছে? তাছাড়া ইচ্ছাকৃত পাপ করল, আর তাওবা করার কথা বলল! এতে কি তার তাওবা কবুল হয়ে যাবে? আল্লাহ বলেন, ﺍﻧﻤﺎ ﺍﻟﺘﻮﺑﺔ ﻋﻠﻰ ﺍﻟﻠﻪ ﻟﻠﺬﻳﻦ ﻳﻌﻤﻠﻮﻥ ﺍﻟﺴﻮﺀ ﺑﺠﻬﺎﻟﺔ ﺛﻢ ﻳﺘﻮﺑﻮﻥ ﻣﻦ ﻗﺮﻳﺐ ﻓﺎﻭﻟﺌﻚ ﻳﺘﻮﺏ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻬﻢ ﻭﻛﺎﻥ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻤﺎ ﺣﻜﻴﻤﺎ অর্থাৎ, ... তাওবা তো শুধু তাদের জন্যই, যারা মন্দ কাজ করে 'না জেনে।' অতঃপর অতি শীঘ্রই তারা তাওবা করে।... (নিসা : ১৭) বোঝা যাচ্ছে, ইচ্ছাকৃত গুনাহ করে তাওবা করলেও কাজ হবে না। এমতাবস্থায় তাওবা কবুল হওয়ার আশা করাটা সম্পূর্ণই বোকামি। সে কেমন যেন আল্লাহর বিধান নিয়ে কার্যত ঠাট্টা তামাশা শুধু করে দিয়েছে! তাছাড়া তাওবার আগেই তো তার মৃত্যু হয়ে যেতে পারে। সে কি দেখে না যে, বৃদ্ধ থেকে নিয়ে শিশুরা পর্যন্ত মারা যায়? এমনকি এক সেকেন্ড আগে যার জন্ম হয়েছে, সেও মারা যেতে পারে! এমতাবস্থায় তাওবার আশায় গুনাহ করাটা চরম বোকামি নয় কি? তবে কেউ যদি শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলে, আর সাকরাত আসার পূর্বেই আল্লাহর কাছে কায়মনোবাক্যে তাওবা করে ফেলে, তাহলে আশা করা যায়, আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন। আল্লাহ বলেন, ﻓﻤﻦ ﺗﺎﺏ ﻣﻦ ﺑﻌﺪ ﻇﻠﻤﻪ ﻭﺍﺻﻠﺢ ﻓﺎﻥ ﺍﻟﻠﻪ ﻳﺘﻮﺏ ﻋﻠﻴﻪ ﺍﻥ ﺍﻟﻠﻪ ﻏﻔﻮﺭ ﺭﺣﻴﻢ . অর্থাৎ, 'যে ব্যক্তি জুলুম বা গুনাহ করার পর তাওবা করবে এবং নিজেকে শুধরে নেবে, আল্লাহ তার তাওবা কবুল করে নেবেন।' (সূরা মায়িদাহ) তাফসীরে রুহুল মাআনীতে বলা হয়েছে, সকল আলেম এ ব্যাপারে একমত যে, কেউ যদি গুনাহ করে ফেলে, তাহলে সঙ্গে সঙ্গে তাওবা করা ওয়াজিব। এতে বিলম্ব করা যাবে না। তাই কারো জন্য ইচ্ছাকৃতভাবে গুনাহ করা জায়েজ নেই। আর কখনও গুনাহ হয়ে গেলে সঙ্গে সঙ্গে তাওবা করা জরুরি। এজন্য আল্লাহর কাছে কায়মনোবাক্যে ক্ষমা চাইতে হবে এবং ভবিষ্যতে গুনাহ করবে না বলে দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে। আল্লাহ তাআলা সবাইকে গুনাহ ছেড়ে উত্তমরূপে তাওবা করার তাওফিক দিন এবং সবাইকে ক্ষমা করুন। আমিন!

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ