আমার বয়স ২৬।আমার বয়সন্ধি হওয়ার পর থেকে খেয়াল করলাম আমার লিংগ পুরাপুরি শক্ত হয়ে থাকে না,উত্তেজিত হলে ১ বা ২ মিনিটের ভিতর নিস্তেজ হয়ে যায়,উত্তেজিত অবস্থায় লিংগের মাঝ থেকে বেকা করা যায়।ধাতুও পাতলা,,, হস্তমতন  করতাম আগে মাসে ৪-৫ বার। বির্য ২ একমিনিটে আউট হয়ে যেত।আমি কখনো ডাক্তার দেখাই নি।গত মাসের ১ তারিখে আমি হামদার্দে যায় সেখানে আমাকে কিছু ওষুদ দেয় ১০ দিনের জন্য এবং বলে ১০দিন পর আবার দেখা করতে।কিন্তু ১০ দিনে কোন সুফল পাইনি এবং আবার দেখা করি হামদার্দে ডাক্তারের সাথে ওনাকে বলার পর ওনি বলে ওষুদ আগের গুলো আরো ১০দিন চলিয়ে যান সাথে আরো একটা ওষুদ বাড়িয়ে দেয়।।এই ১০ দিনও শেষ করলাম কিন্তু কোন রকম সুফল পাইনা।।।।।। আমি এখন কি করতে পারি দয়া করে আমাকে একটা ভাল সার্জেসান দিন,,,,সামনে বছরে বাবা মামা বিয়ে করাবে বলে আশা করে।।।।।প্লিজ আপনাদের একটা ভাল পরামর্শে আমি যদি ভাল হয় আপনাদের কাছে চির কৃতজ্ঞ থাকব।।।


শেয়ার করুন বন্ধুর সাথে
Yakub Ali

Call
বিশেষজ্ঞদের মতে লিঙ্গ শক্ত না হওয়ার
জন্য ইরেকশন, রক্ত সঞ্চালন ও মানসিক
শক্তির উপর নির্ভর করে।

যানা মতে হামদর্দের ফ্রোডেক্স ও লিবিডেক্স
ও ভিটামিন ই
খেলে সমস্যা টি সম্পুর্ন সমাধান হওয়ার কথা


তবে দুইমাসের মতো খেতে হয়, ঘভেষনায়
দেখা সব যৌন রোগীরা মানসিক রোগী বা
মানসিক চাপে, দুর্বলতায় ভুগে।

কারন তারা ঠিক বুঝতে পারেনা, কিনা না
কি করবে।


আপনি যেহেতু বলছেন উপকার পান নি তাই

যৌন বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন।

সমস্যাটি সম্পুর্ন নিরাময় যোগ্য, ধৈর্য ও
টাকার প্রয়োজন।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ