Share with your friends

gym করলে লিংগ মোটা হয়না। দকে আপনি নিচের কাজটি করে দেখতে পারেন এর মাধ্যমে কিছুটা ফল পেতে পারেন: গোড়া থেকে আগার দিকে গিয়ে লিঙ্গের মাথায় গিয়ে কিছুক্ষন (৬/৭ সেকেন্ড) চেপে ধরে রাখতে হবে ১. টয়লেট কিংবা আপনার নিজের রুমের দরজা ভাল করে বন্ধ করে চেয়ার কিংবা চৌকিতে পা ঝুলিয়ে বসুন। অর্থাৎ এমন স্থানে বসবেন না যেখানে সবসময় মনে হবে কেউ এসে যাচ্ছে অথবা দেখে ফেলছে। ২. পরনের কাপড় সরিয়ে আপনার লিঙ্গকে হালকা উত্তেজিত করুন। (এমন ভাবে উত্তেজিত করবেন না যাতে বীর্জ বেরিয়ে পড়ার সম্ভাবনা থাকে)। ৩. এবার দুই হাতে হালকা সরিষার তেল কিংবা পার্সোনাল লুব (ঔষধের দোকানে পাওয়া যাবে) লাগিয়ে নিন। ৪. আপনার বৃদ্ধাঙ্গুল এবং তর্জনী আঙ্গুল এর আগা একে অপরের সাথে এমনভাবে যুক্ত করুন যাতে মাঝে গোলাকার (যেভাবে আমরা ok sign ইশারা করি) ছিদ্রের মত হয়। এবার এই রকম হাতে লিঙ্গের গোড়ার দিক থেকে লিঙ্গের গা ঘেষে (ছিপে ধরে) লিঙ্গের আগার দিকে হাত সঞ্চালন করুন (যেভাবে গরুর দুধ ধোওয়া হয় অথবা কোন ফাপা নল থেকে সবটুকু তরল বের করার জন্য আমরা যেভাবে গোড়া থেকে আগার দিকে হাত চালাই)। ৫. লিঙ্গের আগার কাছাকছি হাত পৌছালে লিঙ্গকে কিছুক্ষন চেপে ধরে রাখুন। তারপর ডান হাত ছেড়ে দিয়ে বাম হাত একই ভাবে গোড়া থেকে শুরু করে আগার দিকে নিয়ে যান। এবং এই হাতটিও কিছুক্ষনের জন্য অগ্রভাগে ধরে রাখুন। এক হাতের একবার করে সঞ্চালন করাকে আমরা এক রিপিট গননা করবো। ৫. ব্যায়ামটি প্রতিদিন ৪০ বার রিপিট করবেন। ব্যায়াম চলাকালীন হস্তমৈথুন করবেন না ।তাহলে কিন্তু ব্যায়াম করে লাভ নেই । লিংগ মোটা ও লম্বা হয়।

Talk Doctor Online in Bissoy App
Call

হ্য অনেক প্রকারের জিম আছে যা আপনার যৌন ক্ষমতা বৃদ্ধি করবে তবে লিঙ্গ মোটা করার একটা উপায় আছে যা আপনাকে করতে হবে ১ আপনি লিঙ্গ কে আঙ্গুলের মুঠ্ঠি কর ধরুন এবং উপর থেকে নিচ নিচ থেকে উপর একে বারে হস্তমৈথুন এর মত করুন তবে খেয়াল রাখবেন উত্তেজনা বসত বীর্জ পাত না হয় ২ আপনি আপনার লিঙ্গে মধু দিয়ে মালিস করতে পারেন এটা যৌন শক্তি বাড়াবে এবং লিঙ্গ শক্ত ও মোটা হবে

Talk Doctor Online in Bissoy App