সেনাবাহিনীর কয়েকটা ছোট পদের নাম বলুন ও কাজ কি বলুন..... আমি SSC তে ৩.০৬ পাইছি তাই ইন্টার পরীক্ষা দেওয়ার পর সেনাবাহিনী তে ছোট পদে চাকরি পেলেও করতে চায়..... কি করব মা-বাবার সপ্ন.....
Share with your friends
Call

Army তে ছোট পদ বলতে সৈনিক পদ, এর ওপরের পদ লান্স করপোরাল, এর পর করপোরাল, সারজেন্ট, ওয়ারেন্ট ওফিসার, সীনিয়ার ওয়ারেন্ট ওফিসার। 

ছোট পদ বলতে ঐ সৈনিক পদকেই বোজায়,

সৈনিকে যেতে হলে hsc কেন ssc দিয়েও যেতে পারবেন। 

Talk Doctor Online in Bissoy App
AbdulHalim

Call

সেনাবাহিনী তে ছোট বলতে সৈনিক থেকে পদোন্নতি পেয়ে জেসিও ও এনসিও এর বিভিন্ন পদকে বুজায়।

সেনাবাহিনীতে মুলতঃ তিনটি ক্যাটাগরি রয়েছে ।
ক। অফিসার
খ। জুনিয়র কমিশন্ড অফিসার(জেসিও)
গ। নন কমিশন্ড অফিসার(এনসিও) ও অন্যান্য পদবী।

জেসিও এবং এনসিও এর বিভিন্ন পদবিতে সৈনিকরা সফলতার সাথে তাদের দায়িত্ব পালনের মাধ্যমে পদোন্নতি পেয়ে থাকে।

একজন সৈনিক সফলতার সাথে চাকরি করলে অনারারী ক্যাপ্টেন পর্যন্ত হতে পারে । ধাপগুলো হচ্ছেঃ
ক। সৈনিক
খ। ল্যান্স কর্পোরাল
গ। কর্পোরাল
ঘ। সার্জেন্ট
ঙ। ওয়ারেন্ট অফিসার
চ। সিনিয়র ওয়ারেন্ট অফিসার
ছ। মাস্টার ওয়ারেন্ট অফিসার
জ। অনারারী লেফটেন্যান্ট
ঝ। অনারারী ক্যাপ্টেন।

Talk Doctor Online in Bissoy App