এমন কোনো পদ্ধতী আছে যাতে মেমোরির সব ফাইল ডিলেট হওয়ার পর পুনরায় ফিরিয়ে পাওয়া যায়
শেয়ার করুন বন্ধুর সাথে

এমন পদ্ধতি আছে। কম্পিউটারে করতে পরবেন Recuva.exe দিয়ে।এর জন্য মেমোরির সব ফাইল ডিলেট হওয়ার পর মেমোরি ফরমেট দিতে পারবেন না (ফরমেট দিলে ডিলেট হয়ে যাওয়া ফাইল আর ফিরে পাবেন না)।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

প্রথমে এখান থেকে সফটওয়্যারটি ডাউনলোড করুন । http://piriform.com/recuva তারপর, ধাপ-১: প্রথমেই আপনাকে আপনার যে মেমরি কার্ড রিকভার করতে চান ওই মেমরি কার্ড থেকে অন্য কিছু মুছে ফেলবেন না কিংবা নতুন করে কোন ফাইল রাখবেন না এই বিষয়টি নিশ্চিত করতে হবে। মেমোরি কার্ডে আগের মুছে যাওয়া স্থানে নতুন কিছু না রাখলে তা সেভাবেই থাকে সাধারণত, কারন একবার নতুন করে কিছু অ্যাড করলেই কার্ডে খালি স্মৃতিতে আগের ডাটা গুলো আর থাকবেনা। ধাপ-২: উপরের লিঙ্ক থেকে ডাউনলোড করা সফটওয়্যারটি আপনার কম্পিউটারে ইন্সটল করুন। ধাপ-৩: ইন্সটল করা হয়ে গেলে সফটওয়্যারটি চালু করুন। আপনাকে একটি তালিকা দেখানো হবে, এই তালিকায় ছবি, ডাটা, গান, মুভি এমন অনেক কিছুই থাকবে, এখান থেকে আপনি আপনার ইচ্ছে মত পছন্দ করতে পারবেন। আপনার মুছে যাওয়া ডাটার যা যা রিকভার করা লাগবে তা তা রিকভার করতে পারবেন, তবে আপনি যদি আপনার প্রিয় কোন ছবি ফিরিয়ে আনতে চান তবে সেখান থেকে Pictures সিলেক্ট করুন। এরপর পরের ধাপে যেতে Next বাটনে ক্লিক করুন। ধাপ-৪: এবার আপনার মুছে যাওয়া ছবি যে ফোল্ডারে ছিল, সেটি নির্বাচিত করুন। ধাপ-৫: এরপর Next ক্লিক করলেই আপনার মেমোরি কার্ডের নির্দিষ্ট করা ফোল্ডার স্ক্যান করতে শুরু করবে সফটওয়্যারটি। জেপিইজি, পিএসডি, পিং ইত্যাদি। তবে আপনি অন্যান্য ছবির ফরমেট সিলেক্ট করতে চাইলে ‘Switch to advanced mode’ বাটনে ক্লিক করুন, এখানেই আরো অনেক অপশন পাবেন সেখান থেকে জেপিইজি, পিএসডি, পিং আপনার যা লাগবে নির্ধারণ করে দিন। ধাপ-৫: এবার আপনাকে ‘Recover’ বাটনে ক্লিক করে সেভ হওয়ার স্থান দেখিয়ে দিতে হবে। এবার কিছুক্ষণ সময় নিন, সব ফাইল রিকভার হতে সময় লাগবে কিছু সময়। অস্থির হবেন না, কিছু সময় পরেই আপনাকে নটিফিকেশান জানাবে সফটওয়্যার। এবার আপনার সেভ হওয়ার জন্য নিরধারিত সেভ হওয়া স্থানে গিয়ে ডাটা দেখে নিন ঠিক আছে কিনা! সূত্র- piriform.com

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Jewel Rana

Call

আমার জানা মতে এমন কোন পদ্ধতি নেই। যার দ্বারা আপনি ডিলেট করা ফাইল আবার পূণরুদ্ধার করতে পারবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
TarikAziz

Call

আপনার প্রথমে Dumbstar অ্যাপটি

মোবাইলে ইনস্টল করে অন করুন, 

তারপর মোবাইলের সব audio,

photo, video ডিলিট করে দিন,

তারপর আপনি আবার ওই অ্যাপটিতে

গিয়ে ওই audio, photo video গুলো

রিস্টোর করতে পারবেন।  

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ