Yakub Ali

Call

প্রথমমত ভুল ছিল হেকিম ডাক্তারের পরামর্শ

নেওয়া।


এখন আপনি ভাল একজন অর্থপেডিক্স

ডাক্তারের পরামর্শ নিয়ে দেখান, তিনি যে

সাজেসন দিবে  সেটি সর্বোত্তম হবে।


আশা করা যায় ভাল সমাধান পাবেন

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

গ্রামে ১টা কথা আছে, "ঝড়ে আম পড়ে আর ফকিরের কেরামতি বাড়ে।" হাড় ভেঙ্গে গেলে যথাস্থানে হাড় লাগলে কিছুদিন রেষ্ট নিলে ঔষধ ছাড়াই জোড়া লেগে যায়। এখানে ফকিরের ঝাড় ফুক বাজে কথা। তবে আপনি এখনই Yakub ভাইয়ের পরামর্শ মোতাবেক অর্থপেডিক্স ডাক্তার দেখান। অপারেশনের ও প্রয়োজন হতে পারে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

ভাংগা হাত জোড়া লাগার ৪ বছর পর ঔষদের মাধ্যমে বাকা থেকে সোজা করার কোন সুযোগ নাই। সম্ভব হবে একমাত্র অপারেশনের মাধ্যমে তাই আপনি একজন ভাল Orthopaedic বিশেষজ্ঞের পরামশ' নিন। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

কুসংস্কার সব সময়ের জন্যে,সব মানুষের জন্যে অভিশাপ! আপনি বাকা হাত সোজা করা যাবে তবে সময় সাপেক্ষ ও চিকিৎসা সাপেক্ষ! এই জন্যে আপনাকে একজন অর্থোপেডিক্স বিশেষজ্ঞ ডাক্তেরর চিকিৎসা ও নির্দেশনা বলি পালন করতে হবে! প্রয়োজনে হাসপাতালে ভর্তী হতে হবে! আপনি যদি গরীব বা মধ্যবিত্ত ঘরের সন্তান হয়ে থাকেন তাহলে আমার মতে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি হয়ে যান! আর যদি পারেন পিজেতে তাহলেতো খুব খুব ভালো হবে!

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ