আমি মোটামুটি ১ বছর যাবত এই সমস্যায়

ভুগছি।প্রস্রাব করে ঘরে আসার পর

বসলে,উঠলে,জরে হাঁচলে,উপুড় হয়ে শুলে

দু এক ফোঁটা করে প্রস্রাব পড়ে, একবার

 পড়ে গেলে পরবর্তী প্রস্রাব না হওয়া পর্যন্ত

কনো সমস্যা হয়না।প্রস্রাব এর চাপ থাকলেও

কনো সমস্যা নেই,সমস্যা শুধু যখন প্রস্রাব এর

চাপ থাকেনা।এলোপ্যাথি চিকিৎসা করিয়েছি

তারা এলফুসিন ও এলফুজসিন টেবলেট

দিয়েছিল।কিন্তু সারেনি,এখন হোমিওপ্যাথি

চিকিৎসা করাচ্ছি,কিন্তু কনো ফল পাচ্ছিনা

আল্ট্রাস্নোগ্রাফি,। সুগার পরীক্ষা ,মুত্র পরীক্ষা

করিয়েছি,সব নরমাল।এখন কি করব আমি,,

প্লীজ আমাকে তাড়াতাড়ি জানানা।


শেয়ার করুন বন্ধুর সাথে
Yakub Ali

Call

 আপনার দুই টি সমস্যা থেকে হয়ে

থাকতে পারে,  


তবুও আপনার সমস্যা টির কারন হচ্ছে

ও মুত্র থলির দুর্বলতা কারনে হচ্ছে!!!

আপনি বাংলাদেশ মেডিকেল কলেজের

প্রফেসর, ফখরুল ইসলাম অথবা 

সাইকোলোজিকেল বিশেষজ্ঞের পরামর্শ

নিতে পারেন।

আপনি এ্যলোপ্যাথী ইউরোলোজিস্ট ডাক্তার

দেখিয়ে, পরীক্ষা করে নিশ্চিত সমস্যা না

ধরা পড়লে অনুমান নির্ভর ঔষধ সাজেস্ট

করা হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ