Yakub Ali

Call

সালাতে পূর্ণ মনোযোগী হতেঃ

১.সারাদিনের কর্মপরিকল্পনা নামাজকে কেন্দ্র

করে তৈরি করুন। অর্থাৎ দিনের কাজ-কর্মের

ফাঁকে ফাঁকে নামাজকে না ঢুকিয়ে আগে থেকেই প্ল্যান

করে নিন যেন নামাজের সময়সূচিকে ঘিরে কাজ-কর্ম

সেরে ফেলতে পারেন। কারণ মহান আল্লাহতায়ালার স্মরণ আমাদের দৈনন্দিন জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

২. নামাজে সময়ানুবর্তিতা মেনে চলুন। ওয়াক্ত

অনুযায়ী নামাজ পড়ে ফেলুন। অহেতুক নামাজ

পড়তে দেরি করবেন না।১. নামাজে দাঁড়ানোর পূর্বে ক্ষুধা, তৃষ্ণা, প্রকৃতির

ডাকে সাড়া দেয়া প্রভৃতি জৈবিক কাজ সেরে নিন। ২.পরিচ্ছন্ন অবস্থায় নামাজ আদায় করুন। সেজন্য

সঠিকভাবে ওযু বা গোসল সম্পন্ন করুন।

৩.পরিষ্কার-পরিচ্ছন্ন জায়গায় শান্ত, কোলাহলমুক্ত

পরিবেশে নামাজ আদায় করুন।মনসংযোগে বিঘ্ন ঘটায় এমন

কোন কিছু সামনে রাখবেন না।

#নামাজ পড়ার সময়ঃ ১.নামাজে তাড়াহুড়া করবেন না। মনে রাখবেন

আপনি বিশ্বজগতের প্রভু সর্বশক্তিমান আল্লাহর

সামনে দন্ডায়মান। অতএব ধীর-স্থিরভাবে নামাজ সম্পন্ন

করুন।

২.নামাজের প্রতিটি ধাপ যেমন রূকু,

সিজদা সঠিকভাবে আদায় করুন। ৩.নামাজে আপনার মস্তক অবনত রাখুন এবং দৃষ্টিকে সিজদার

স্থানের দিকে নিবদ্ধ রাখুন।

৪.নামাজ পড়ার সময় মাথায় রাখুন যে এই নামাজই

হয়তোবা আপনার শেষ নামাজ। অতএব জীবনের শেষ নামাজ

কি মনোযোগের সাথে পড়তে চাইবেন না?

৫.নামাজে দন্ডায়মান অবস্থায় মনোযোগ ছুটে যেতে চাইলে কল্পনা করুন যে আপনি পুল সিরাতের উপর

দাঁড়িয়ে আছেন। আপনার নীচে জাহান্নামের গনগনে আগুন,

সামনে জান্নাত আর উপরে মহান আল্লাহ আপনাকে দেখছেন।

কল্পনা করুন আপনার পিছনে মৃত্যুদূত হযরত আযরাইল (আ)

দাঁড়িয়ে আছেন আপনার জান কবয্ করার জন্য।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

ভাইভাই, আপনি যখন নামাজ পড়বেন, তখন মনে করুন 

*আপনার জীবন শেষ। কালকের দিনটা আপ নি পাবেন না। এটাই আপনার জীবনের শেষ নামাজ।।

*যখন নামাজ পড়বেন, মনে করবেন, আপনার ডানে জান্নাত, বামে জাহান্নাম, সামনে আল্লাহ পেছনে আজরাইল।

*এটা মনে রাখবেন, আপনি যেসব সুরা পড়ছেন, আল্লাহ কিন্ত তা কান পেতে শুনছেন ও তার উত্তর দিচ্ছেন। 

এই তিনটি উপায়ই যথেষ্ট নামাজে মনোযোগ আনার ক্ষেত্রে 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Mehedi001

Call

সালাতে পূর্ণ মনযোগী হবার জন্য আপনাকে সূরার বাংলা অর্থ জানতে হবে। অর্থাত্‍ আপনি যে সূরা দিয়ে নামাজ পরবেন তার অর্থ খুব ভালোভাবে জানতে হবে..... . সালাতে পূর্ণ মনযোগী হবার জন্য সালাতের আগে নিজেকে প্রশ্ন করে নিবেন আপনি কাজটা করা জন্য করছেন.... . সালাতে পূর্ণ মনযোগী হবার জন্য সালাতের পূর্বে আপনি চেষ্টা করুন ইসলামিক বই পড়ার এবং অপরকে সালাতের জন্য দাওয়াত ও অন্যদের সাথে ইসলামিক আলোচনা করার... . সালাতে পূর্ণ মনযোগী হবার জন্য আপনি সালাতে সর্বাবস্থায় ভাবুন আপনাকে আল্লাহ দেখছে আপনি যা চিন্তা করছেন তা আল্লাহ খুব ভালো জানেন, সালাতে সর্বাবস্থায় জান্নাত ও জাহান্নামের কথা ভাবুন..,.,...

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ