mpratanhili

Call

না ঈমামের পিছনে মুক্তাদি হয়ে নামাজ আদায় করতে যদি মুক্তাদি ভুলে কিছু না পাঠ করেন তাহলে পূর্ণরায় নামাজ আদায় করার প্রয়োজন নেই।কারণ ঐ নামাজের সকল দায়িত্ব ঈমাম নিজে গ্রহন করে থাকেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

দেখুন, রুকু সেজদায় তাসবীহ পাঠ করা সুন্নাত। আর নামাজে সুন্নাত ছুটে গেলে নামায নষ্ট হয় না এবং নামায পুনরায় পড়তে হয় না। হ্যাঁ, নামাজে ওয়াজিব পর্যায়ের কোন আমল ছুটে গেলে নামাজ পুনরায় পড়তে হয়। তবে ইমামের পেছনে মুক্তাদী হয়ে নামাজ পড়ার ক্ষেত্রে ওয়াজিব ছুটে গেলে নামায নষ্ট হবে না। তবে নামাযটা সামান্য ত্রুটিপূর্ণ হয়ে যাবে। কিন্তু মুক্তাদী কোনো ফরজ আমল পরিত্যাগ করলে তার নামায নষ্ট হয়ে যাবে। সুপ্রশিদ্ধ ফতওয়াা গ্রন্থ ফাতাওয়া শামী, ফাতাওয়া হিন্দিয়া, আলবাহরুর রায়েক, হিদায়াসহ সব ফতওয়া গ্রন্থেই এ বিষয়ের আলোচনা রয়েছে। ধন্যবাদ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ