Call

 মুহাম্মদ ইবনুূু মুকাতিল (রহঃ) আবদুল্লাহ ইবনুূু মাউসদ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, সৌন্দর্যের জন্য উল্কি উৎকীর্ণকারী ও উল্কি গ্রহণকারী, ভ্রু উত্তোলনকারী নারী এবং দাত চিকন করে মাঝে ফাঁক সৃষ্টিকারী নারী, যা আল্লাহর সৃষ্টির মধ্যে পরিবর্তন সাধন করে, তাদের উপর আল্লাহর লানত বর্ষিত হোক। (রাবী বলেন) আমি কেন তাকে লানত করবো না, যাকে আল্লাহর রাসুল লানত করেছেন এবং তা আল্লাহর কিতাবে বিদ্যমান রয়েছে। 

উপরের উল্লেখিত যাযা বলা হয়েছে তার সবকয়টি মুখমণ্ডলকে নিয়েই আর আপনার প্রশ্নের সবকটি আংশ মুখমণ্ডলকে ঘিরেই তাই  এসব আংশের কোন পরিবত'ন ঘটালে গোনাহ হবে বৈকি! 


ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ