কার্ড রিডার দি‌য়ে চেষ্টা কর‌তে পা‌রেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আপনার মোবাইলটি যদি USB Connected হয় তবে মোবাইলের নটিফিকেশন বারে USB Connected নোটিফিকেশন আসবে। সে ক্ষেত্রে USB Cable  এবং USB Host দুটোই ঠিকঠাক আছে কিনা তা নিশ্চিত করে নিন। যদি USB Cable  এবং USB Host দুটোই ঠিকঠাক থাকে তবে অবশ্যই নটিফিকেশন বারে USB Connected নোটিফিকেশন আসবে। আর তার পর USB Connected এ ক্লিক করে Turn on USB Storage এ ক্লিক করতে হবে।

image

তার পর নিচের চিত্রের মতো Media device (MIP) সিলেক্ট 

image

করলেই ১০সেকেন্ডের মধ্যেই কম্পিউটারের My Computer এর user device এ মেমরি শো করবে।

আর কম্পিউটারে USB Host যদি ঠিক থাকে তবু যদি মেমরি সাপর্ট না হয় তবে  Card Reader ব্যাবহার করতে হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ