নতুন করে windows দিয়ে গ্রাফিক্স সেটআপ দেওয়া হয়েছে, এখনো ঝির ঝির করে টিভির মতো, কিন্তু মনিটরের সাথে পিসির যে vga ক্যাবলটি সেটি নাড়া চাড়া করলে, মানে এদিক সেদিক নাড়াইলে বা একটু পেচিয়ে রাখলে ঝির ঝির কমে, আবার ছেড়ে দিলে বাড়ে। তাহলে কি বুঝবো ক্যাবলের সমস্যা?
Share with your friends

মনে হয় পোর্ট টা ঠিকমতন লাগছে না। আরেকটা নতুন VGA Cable দিয়ে চেক করে দেখতে পারেন।

Talk Doctor Online in Bissoy App