Share with your friends
আপনি যে সপ্ন গুলো দেখেন সে সকল স্বপ্ন দর্শন কালকে rapid eye movement period বলা হয়। 
স্বপ্নের প্রকারভেদঃ
চরক-সংহিতা সাত প্রকার স্বপ্নের কথা বলেছে। বৌদ্ধ দর্শনে বর্ণিত হয়েছে ছয় প্রকারের স্বপ্ন।
জীবন চলার পথে মানুষ ভয়,
দুঃস্বপ্ন,
অতীত স্মৃতি,
ইচ্ছাপূরণ,
ভবিষ্যতের বার্তা,
আধ্যাত্মিক নির্দেশনা,
মুর্শিদের উপদেশ,জ্ঞান লাভ ইত্যাদি নানা রকম স্বপ্ন।
আপনি যে সকল সপ্ন দেখেন তা যদি ভবিষ্যতে আপনার বাস্তব জীবনের সাথে মিলে যায় তবে সে তাকে ইংরেজিতে Precognition Dream বলে।
১৮%- ৩৮% মানুষ কমপক্ষে ১ টি Precognitive Dream  বা কোন কিছু কি রকম ঘটবে তার স্বপ্ন দেখে এবং তা ৭০% সময় সত্যি হয়ে যায় । প্রায় ৬৩% থেকে ৯৮% মানুষ Precognitive স্বপ্ন বিশ্বাস করে । 
তথ্যঃ ইন্টারনেট
Talk Doctor Online in Bissoy App